TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jul 07, 2022 | 1:13 PM
পর্দায় পা রাখার পরই মধুবালা সকলের মনে ঝড় তুলেছিলেন তাঁর অনবদ্য রূপ ও অভিনয়গুণে। একাধিক সম্পর্ক ছিল অভিনেত্রী। যার মধ্যে অন্যতম নাম হল দীলিপ কুমার। তবে কিশোর কুমারের সঙ্গে পরিচিতি হওয়ার পর সেই সম্পর্ক যায় ভেঙে।
১৯৬০ সালে এই জুটি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে সংসার খুব বেশি দিনের জন্য ভাগ্যে ছিল না মধুবালার। বিয়ের মাত্র ৯ বছর পরই মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন মধুবালা।
প্রথম কিশোর কুমারই মধুবালার পরিবারকে জানিয়েছিলেন যে তিনি আর বেশি দিন নেই। হার্টে পাওয়া গিয়েছে একটি ফুটো। ডাক্তারের কথায় মাত্র ২ বছর বাঁচবেন তিনি।
খবর শোনা মাত্র চমকে গিয়েছিলেন সকলেই। ভেঙে পড়েছিলেন মধুবালার বাবা ও দাদু। তবে সেই মুহূর্তে সকলেই আঁচ করেছিলেন মধুবালার মানসিক অবস্থা। সকলেই দিয়েছিলেন সান্তনা। সকলেই জানিয়েছিলেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
তবে এই খবর প্রথমেই মেনে নিতে নারাজ ছিলেন খোদ মধুবালা। কান্না ভেঙে পড়েছিলেন। সকলেক বলেছিলেন, কেউ যেন ডাক্তারের কথা বিশ্বাস না করে। ছবির প্রস্তাব যেন তিনি গ্রহন করে নেন, কাজ করতে চেয়েছিলেন মধুবালা। ভেবেছিলেন তিন চার দিনের মধ্যেই সেটে ফিরবেন।
তবে কিশোর কুমার ছয় মাসের জন্য তাঁকে বিশ্রাম নিতে বলেন। যদিও সেই ছয় মাস দেখতে দেখতে ৯ মাসে পরিণত হয়। তারপর ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে প্রয়াত হন মধুবালা।