Bollywood Controversy: মহেশ কন্যার সঙ্গে ভাইয়ের প্রেমে আপত্তি সলমনের, দাদাকে খুশি করতে কী করেছিলেন সোহেল?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 14, 2022 | 1:51 PM

Bollywood Controversy: বি-টাউনের গুঞ্জন বলে, দাদার জন্য নাকি এমনটাই করেছিলেন ভাইজানের ছোট ভাই সোহেল খান। ভেঙে যায় প্রেম, ভেঙে যায় বিয়ে...কে ছিলেন সোহেলের প্রেমিকা? শুনলে চমকে যেতে পারেন আপনি।

1 / 7
সলমন খানের সঙ্গে তাঁর দুই ভাইয়ের সম্পর্ক বেজায় ভাল। দাদার কথার খেলাপ-- খান পরিবারে এমন চল খুব একটা দেখা যায় না। কিন্তু তাই বলে ভালবাসা বিসর্জন? বি-টাউনের গুঞ্জন বলে, দাদার জন্য নাকি এমনটাই করেছিলেন ভাইজানের ছোট ভাই সোহেল খান। ভেঙে যায় প্রেম, ভেঙে যায় বিয়ে...কে ছিলেন সোহেলের প্রেমিকা? শুনলে চমকে যেতে পারেন আপনি।

সলমন খানের সঙ্গে তাঁর দুই ভাইয়ের সম্পর্ক বেজায় ভাল। দাদার কথার খেলাপ-- খান পরিবারে এমন চল খুব একটা দেখা যায় না। কিন্তু তাই বলে ভালবাসা বিসর্জন? বি-টাউনের গুঞ্জন বলে, দাদার জন্য নাকি এমনটাই করেছিলেন ভাইজানের ছোট ভাই সোহেল খান। ভেঙে যায় প্রেম, ভেঙে যায় বিয়ে...কে ছিলেন সোহেলের প্রেমিকা? শুনলে চমকে যেতে পারেন আপনি।

2 / 7
মহেশ ভাটের মেয়ে পূজা ভাটের সঙ্গে ঘনিষ্ঠ প্রেম ছিল সোহেলের। সম্পর্ক এতটাই গভীর ছিল যে বিয়ের কথাও ভেবেছিলেন তাঁরা। ১৯৯৫ সালে স্টারডাস্ট ম্যাগাজিনে সোহেলকে নিয়ে মুখও খুলেছিলেন পূজা।

মহেশ ভাটের মেয়ে পূজা ভাটের সঙ্গে ঘনিষ্ঠ প্রেম ছিল সোহেলের। সম্পর্ক এতটাই গভীর ছিল যে বিয়ের কথাও ভেবেছিলেন তাঁরা। ১৯৯৫ সালে স্টারডাস্ট ম্যাগাজিনে সোহেলকে নিয়ে মুখও খুলেছিলেন পূজা।

3 / 7
পূজা জানিয়েছিলেন সলমনের পরিবার তাঁর খুব কাছের। খুব ভালভাবেই ওই পরিবার তাঁকে কাছে টেনে নিয়েছেন। তিনি বলেছিলেন, "আমি যা তাঁরা আমাকে সেভাবেই থাকতে দিতে চায়। ওরা আমার আর একটা পরিবার।"

পূজা জানিয়েছিলেন সলমনের পরিবার তাঁর খুব কাছের। খুব ভালভাবেই ওই পরিবার তাঁকে কাছে টেনে নিয়েছেন। তিনি বলেছিলেন, "আমি যা তাঁরা আমাকে সেভাবেই থাকতে দিতে চায়। ওরা আমার আর একটা পরিবার।"

4 / 7
তবে বি-টাউনের গুঞ্জন জানিয়েছিল সলমন খানের সঙ্গে পূজার সম্পর্ক মোটেও ভাল নয়। এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পূজা নিজেও। জানিয়েছিলেন প্রথম দিকে দুজনেই দুজনকে ঘৃণা করতেন।

তবে বি-টাউনের গুঞ্জন জানিয়েছিল সলমন খানের সঙ্গে পূজার সম্পর্ক মোটেও ভাল নয়। এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পূজা নিজেও। জানিয়েছিলেন প্রথম দিকে দুজনেই দুজনকে ঘৃণা করতেন।

5 / 7
তবে পাশাপাশি পূজা এও জানিয়েছিলেন দুজনের মধ্যে নাকি সব নাকি ঠিক হয়ে গিয়েছে। সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক যে অনেকটাই ভাল তাও জানিয়েছিলেন তিনি।

তবে পাশাপাশি পূজা এও জানিয়েছিলেন দুজনের মধ্যে নাকি সব নাকি ঠিক হয়ে গিয়েছে। সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক যে অনেকটাই ভাল তাও জানিয়েছিলেন তিনি।

6 / 7
পূজা মুখ খুলেছিলেন বিয়ে নিয়েও। জানিয়েছিলেন বিয়ে অবশ্যই করতে চান। কিন্তু দুজনেই কেরিয়ার একটু গুছিয়েই ভবিষ্যতের পথে পা বাড়াতে চান তাঁরা।

পূজা মুখ খুলেছিলেন বিয়ে নিয়েও। জানিয়েছিলেন বিয়ে অবশ্যই করতে চান। কিন্তু দুজনেই কেরিয়ার একটু গুছিয়েই ভবিষ্যতের পথে পা বাড়াতে চান তাঁরা।

7 / 7
তবে কোথা যে কী হয়ে গেল তা আজও অজানা। ওই সাক্ষাৎকারের বছর তিনেক পর আচমকাই সোহেল বিয়ে করেন সীমা খানকে। দাদার মন রাখতেই এই সিদ্ধান্ত? উঠেছিল প্রশ্ন। অন্যদিকে পূজাও ২০০৪ সালে বিয়ে করেন মণীশ মাখিজাকে। যদিও ২০১৪ সালে আলাদা হয়ে যান মণীশ ও পূজা। অন্যদিকে এই মুহূর্তে আলাদা থাকছেন সীমা ও সোহেলও।

তবে কোথা যে কী হয়ে গেল তা আজও অজানা। ওই সাক্ষাৎকারের বছর তিনেক পর আচমকাই সোহেল বিয়ে করেন সীমা খানকে। দাদার মন রাখতেই এই সিদ্ধান্ত? উঠেছিল প্রশ্ন। অন্যদিকে পূজাও ২০০৪ সালে বিয়ে করেন মণীশ মাখিজাকে। যদিও ২০১৪ সালে আলাদা হয়ে যান মণীশ ও পূজা। অন্যদিকে এই মুহূর্তে আলাদা থাকছেন সীমা ও সোহেলও।

Next Photo Gallery