Saroj-Rekha: দেখলেই অসহ্য লাগে! সরোজ খানের কথায় কেঁদে ফেলেছিলেন রেখা, কী হয়েছিল সেদিন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 30, 2022 | 9:38 PM

Saroj Khan-Rekha: বলিউডে ডান্সগুরু সরোজ খান। রেখা থেকে মাধুরী দীক্ষিত-- তাঁর গুণগ্রাহীর সংখ্যা নেহাত কম ছিল না। আজ তিনি নেই। তবে জানেন কি এ হেন সরোজ খানের সঙ্গেই একবার কিংবদন্তী রেখার ঘটে এক 'ঝামেলা'। সরোজের কথায় রীতিমতো কেঁদে ফেলেন রেখা। ঠিক কী ঘটে?

1 / 5
বলিউডে ডান্সগুরু সরোজ খান। রেখা থেকে মাধুরী দীক্ষিত-- তাঁর গুণগ্রাহীর সংখ্যা নেহাত কম ছিল না। আজ তিনি নেই। তবে জানেন কি এ হেন সরোজ খানের সঙ্গেই একবার কিংবদন্তী রেখার ঘটে এক 'ঝামেলা'। সরোজের কথায় রীতিমতো কেঁদে ফেলেন রেখা। ঠিক কী ঘটে?

বলিউডে ডান্সগুরু সরোজ খান। রেখা থেকে মাধুরী দীক্ষিত-- তাঁর গুণগ্রাহীর সংখ্যা নেহাত কম ছিল না। আজ তিনি নেই। তবে জানেন কি এ হেন সরোজ খানের সঙ্গেই একবার কিংবদন্তী রেখার ঘটে এক 'ঝামেলা'। সরোজের কথায় রীতিমতো কেঁদে ফেলেন রেখা। ঠিক কী ঘটে?

2 / 5
১৯৯০ সালের ঘটনা। 'শেষনাগ' ছবিতে এক নাচের দৃশ্য কোরিওগ্রাফ করার দায়িত্ব পড়ে সরোজ খানের উপর। সরোজ জানান রেখা কিছুতেই সময় দিতে পারছিলেন না। তাঁর কথায়, "আমাদের প্রযোজক খুব অল্প সময় দিয়েছিলেন আমাদের মাত্র তিন দিন ছিল রিহার্সালের জন্য। আমি ও আমার টিম অক্লান্ত পরিশ্রম করে প্রযোজককে জানাই এবার রেখাকে পাঠানোর জন্য"।

১৯৯০ সালের ঘটনা। 'শেষনাগ' ছবিতে এক নাচের দৃশ্য কোরিওগ্রাফ করার দায়িত্ব পড়ে সরোজ খানের উপর। সরোজ জানান রেখা কিছুতেই সময় দিতে পারছিলেন না। তাঁর কথায়, "আমাদের প্রযোজক খুব অল্প সময় দিয়েছিলেন আমাদের মাত্র তিন দিন ছিল রিহার্সালের জন্য। আমি ও আমার টিম অক্লান্ত পরিশ্রম করে প্রযোজককে জানাই এবার রেখাকে পাঠানোর জন্য"।

3 / 5
সরোজ খান জানিয়েছিলেন, নাচটি ছিল খুবই শক্ত। কিন্তু বার বার ডাকা সত্ত্বেও আসেননি রেখা। ওদিকে সময় বেরিয়ে যাচ্ছিল। প্রযোজক তাড়া দিচ্ছিল। সরোজ জানতে পারেন, অন্য জায়গায় সে সময় শুটিং করছিলেন রেখা।

সরোজ খান জানিয়েছিলেন, নাচটি ছিল খুবই শক্ত। কিন্তু বার বার ডাকা সত্ত্বেও আসেননি রেখা। ওদিকে সময় বেরিয়ে যাচ্ছিল। প্রযোজক তাড়া দিচ্ছিল। সরোজ জানতে পারেন, অন্য জায়গায় সে সময় শুটিং করছিলেন রেখা।

4 / 5
সরোজের কথায়, "যেদিন এল শুধু মেকআপ করে এল। কস্টিউম পরেনি। গাড়িতে বসেই বলে শরীর খারাপ তাই শুট করতে পারবে না। আমি রেখাকে সরাসরি জিজ্ঞাসা করি ও কি আমায় সহ্য করতে পারে না? রিহার্সালে আসে না। এমনকি শুটিংয়ে এসেও করতে চাইছে না। যদি এমন হয় তবে প্রযোজককে বলে কোরিওগ্রাফার বদল করে নিক।"

সরোজের কথায়, "যেদিন এল শুধু মেকআপ করে এল। কস্টিউম পরেনি। গাড়িতে বসেই বলে শরীর খারাপ তাই শুট করতে পারবে না। আমি রেখাকে সরাসরি জিজ্ঞাসা করি ও কি আমায় সহ্য করতে পারে না? রিহার্সালে আসে না। এমনকি শুটিংয়ে এসেও করতে চাইছে না। যদি এমন হয় তবে প্রযোজককে বলে কোরিওগ্রাফার বদল করে নিক।"

5 / 5
সরোজের ওই কথাই নাকি নিতে পারেননি রেখা। চোখ ভরে ওঠে জলে। কিছু না বলে শুটিংয়ে বলে যান রেখা নাচের দৃশ্যের শুটিং করেন। কেন কেঁদেছিলেন সেদিন? সরোজ পরবর্তীতে জানান, "রেখার সঙ্গে আমার দেখা হলে পরে ও আমায় বলে আমি আপনাকে এত শ্রদ্ধা করি, আর আপনি কিনা বললেন আমি আপনার কাজ পছন্দ করি না"। অভিমানে সেদিন রেখার চোখে জল এসেছিল। পরে যদিও সব মিটমাট হয়ে যায়।

সরোজের ওই কথাই নাকি নিতে পারেননি রেখা। চোখ ভরে ওঠে জলে। কিছু না বলে শুটিংয়ে বলে যান রেখা নাচের দৃশ্যের শুটিং করেন। কেন কেঁদেছিলেন সেদিন? সরোজ পরবর্তীতে জানান, "রেখার সঙ্গে আমার দেখা হলে পরে ও আমায় বলে আমি আপনাকে এত শ্রদ্ধা করি, আর আপনি কিনা বললেন আমি আপনার কাজ পছন্দ করি না"। অভিমানে সেদিন রেখার চোখে জল এসেছিল। পরে যদিও সব মিটমাট হয়ে যায়।

Next Photo Gallery