Bollywood Controversy: আমি শাহরুখকে দেখেছি দরজায় দরজায় ঘুরতে, বিস্ফোরক সলমন
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 27, 2022 | 3:09 PM
Bollywood Fight: মাঝে মধ্যে তাঁদের এই অশান্তি খবরের শিরোনামে জায়গা করে নিত। শাহরুখ খান কখনও বিস্ফোরক মন্তব্য করে বসতেন সলমন খানকে নিয়ে। কখনও আবার সলমন খানও একইভাবে আক্রমণ করতেন।
1 / 6
গৌরী খান এই মন্নত নিজে হাতে সাজিয়েছেন। মাঝে মধ্যেই তিনি ঘরের ইন্টেরিয়ার নিয়ে নানা কাজ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্নতের অন্দরমহলের ছবি ভাইরাল হতে দেখা যায় মাঝে মধ্যেই।
2 / 6
সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার একটি ছবি শেয়ার করলেন সলমন খান। সেই ছবিতেই এবার চরম ট্রোল সলমন খান। স্পষ্টভাষায় নেটিজ়েনরা দাবি করে বসলেন, তাঁকে বুড্ঢা লাগছে।
3 / 6
যদিও শাহরুখ খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর পাঠান পরবর্তী ছবির কাজ নিয়েও। পাইপ লাইনে রয়েছে আরও ২ ছবি। তাই কিং খান এখন সকলের নজরের কেন্দ্রে। এখন দেখার ফ্লপ ছবির পর এবার বক্স অফিসে শাহরুখ ঝড় ঠিক কতটা নজর কাড়ে।
4 / 6
মুহূর্তে খুশির হাওয়া বয়ে যায় গোটা টিমে। এভাবেই একে একে সকলকে রাজি করানো থেকে শুরু করে ছবির গল্প বোঝানো। খুব যত্নের সঙ্গে করেছিলেন ব্রহ্মাস্ত্র টিমের সদস্যরা। শাহরুখ খান বলেছিলেন, তিনি এই ছবির জন্য সব রকমের সাহায্য করতে রাজি আছেন।
5 / 6
ছবির বাজেটের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন আয়ের বিষয়টাও উড়িয়ে দেওয়ার নয়। বর্তমানে বলিউডের যে ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে, তা থেকেই নিজের ছবিকে বাঁচাতেই কি এমন সিদ্ধান্ত, উঠছে সলমন খানের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন।
6 / 6
তবে এবার সকলকে চমকে দেওয়ার মত যে খবর সকলের সামনে উঠে আসতে দেখা গেল, তা হল সলমন খানের পারিশ্রমিক। ১০০ নয় ১০০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন নাকি ভাইজান।