‘একটা জিনিস সহ্য করতে পারি না’, চোখের জল ধরে রাখতে পারলেন না শাহরুখ

Shah Rukh Khan: সময়ের সঙ্গে সঙ্গে যদিও নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছেন শাহরুখ খান। তবে একটা সময় কিছুতেই নিজের কষ্ট আর চেপে রাখতে পারেন না। কখন জানেন, যখন কোনও সম্পর্ক ভেঙে। একবার এক সাক্ষাতকারে করণ জোহরকে শাহরুখ খান বলেছিলেন আমি শুধু তখনই কষ্ট পাই যখন...

| Edited By: জয়িতা চন্দ্র

Jan 23, 2024 | 1:22 PM

1 / 8
শাহরুখ খান।

শাহরুখ খান।

2 / 8
একটুতেই বড্ড বেশি আঘাত পান। সময়ের সঙ্গে সঙ্গে যদিও নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছেন শাহরুখ খান। তবে একটা সময় কিছুতেই নিজের কষ্ট আর চেপে রাখতে পারেন না।

একটুতেই বড্ড বেশি আঘাত পান। সময়ের সঙ্গে সঙ্গে যদিও নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছেন শাহরুখ খান। তবে একটা সময় কিছুতেই নিজের কষ্ট আর চেপে রাখতে পারেন না।

3 / 8
কখন এই অনুভুতিটা হয় তাঁর জানেন, যখন কোনও সম্পর্ক ভাঙ্গে। একবার এক সাক্ষাতকারে করণ জোহরকে শাহরুখ খান বলেছিলেন ''আমি শুধু তখনই কষ্ট পাই যখন সম্পর্ক ভেঙে যায়।''

কখন এই অনুভুতিটা হয় তাঁর জানেন, যখন কোনও সম্পর্ক ভাঙ্গে। একবার এক সাক্ষাতকারে করণ জোহরকে শাহরুখ খান বলেছিলেন ''আমি শুধু তখনই কষ্ট পাই যখন সম্পর্ক ভেঙে যায়।''

4 / 8
''আমি সম্পর্কে ভয় পাই আমার সঙ্গে সংযোগ ছিল এমন কেউ যদি সরে যায় আমার বড্ড বেশি কষ্ট হয়। আমি মৃত্যুতে কষ্ট পাই না তবে সেই ব্যক্তির সঙ্গে সংযোগে আমার বড় যন্ত্রণা হয়।''

''আমি সম্পর্কে ভয় পাই আমার সঙ্গে সংযোগ ছিল এমন কেউ যদি সরে যায় আমার বড্ড বেশি কষ্ট হয়। আমি মৃত্যুতে কষ্ট পাই না তবে সেই ব্যক্তির সঙ্গে সংযোগে আমার বড় যন্ত্রণা হয়।''

5 / 8
''একমাত্র তখনই চোখের জল ফেলি আমি। একমাত্র সম্পর্ক থেকে সরে গেলেই কান্না চেপে রাখতে পারি না।'' শাহরুখ খান বরাবরই সম্পর্কের ক্ষেত্রে খোলা মনে সিদ্ধান্ত নিয়ে থাকেন।

''একমাত্র তখনই চোখের জল ফেলি আমি। একমাত্র সম্পর্ক থেকে সরে গেলেই কান্না চেপে রাখতে পারি না।'' শাহরুখ খান বরাবরই সম্পর্কের ক্ষেত্রে খোলা মনে সিদ্ধান্ত নিয়ে থাকেন।

6 / 8
শাহরুখ খান।

শাহরুখ খান।

7 / 8
নারীদের যথাযথ সম্মান করা ও পুরুষদের সঙ্গে যতটা প্রয়োজন ততটা সুসম্পর্ক বজায় রাখতে দেখা গিয়েছে তাঁকে বরাবর। স্বামীর ভূমিকায়, বাবার ভূমিকায়, একজন দায়িত্ববান অভিনেতার ভূমিকায় বারবার নিজেকে প্রমাণ করেছেন কিং।

নারীদের যথাযথ সম্মান করা ও পুরুষদের সঙ্গে যতটা প্রয়োজন ততটা সুসম্পর্ক বজায় রাখতে দেখা গিয়েছে তাঁকে বরাবর। স্বামীর ভূমিকায়, বাবার ভূমিকায়, একজন দায়িত্ববান অভিনেতার ভূমিকায় বারবার নিজেকে প্রমাণ করেছেন কিং।

8 / 8
তবে একটা সময় সে মানুষটার জীবনেও সম্পর্ক নিয়ে ঝড় ওঠে পরকীয়ার জল্পনা তাঁকে কেন্দ্র করেও খবরের শিরোনামের জায়গা করে নেয়।

তবে একটা সময় সে মানুষটার জীবনেও সম্পর্ক নিয়ে ঝড় ওঠে পরকীয়ার জল্পনা তাঁকে কেন্দ্র করেও খবরের শিরোনামের জায়গা করে নেয়।