TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Sep 27, 2022 | 5:56 PM
গৌরী ও শাহরুখ খানের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কতটা গভীর তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রতিটা পদে পদে কিং খান নিজেকে প্রমাণ করেছেন গৌরীর কাছে। প্রথম সাক্ষাৎ থেকে সংসার, সবটাই ভক্তদের কাছে ঠিক যেন পর্দার গল্প।
গৌরীকে একটি পার্টিতে প্রথম দেখেছিলেন শাহরুখ খান। কিছুদিনের মধ্যে আলাপও হয়েছিল। তবে একদিন গৌরী দিল্লি ছেড়ে চলে আসেন মুম্বইতে। তখন তাঁকে খুঁজতে মাত্র ৪০০ টাকা পকেটে নিয়ে দিল্লি ছেড়েছিলেন তিনি।
শাহরুখ খানের বিশ্বাস ছিল যে গৌরী সাঁতার কাটতে ভীষণ পছন্দ করেন। তাই তাঁকে কোনও সৈকতেই পাওয়া যাবে। বন্ধুদের সঙ্গে নিয়ে একটি ট্যাক্সি ধরেন তিনি, অনুরোধ করেন, যে কটা বিচ আছে তাঁকে যেন নিয়ে যাওয়া হয়।
একটা সময় ৪০০ টাকার মিটার শেষ হয় যায় ট্যাক্সিও থেমে যায়। শাহরুখ খান হঠাৎ দেখেন একজন পিছন থেকে এসে তাঁকে জিজ্ঞেস করছেন --তুমি এখানে কী করছ! তিনিই ছিলেন গৌরী খান।
গৌরী খানের সঙ্গে এভাবেই আবারও সাক্ষাৎ হয় শাহরুখ খানের। এরপর বিয়ে থেকে হানিমুন সবটাই যেন গল্পে সাজানো। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া শাহরুখ খানের এক একটি সাক্ষাৎকারে তা আরও স্পষ্ট হয়ে ওঠে।