Shahid Afridi: আমিষ ছোঁয় না ভারতীয় ক্রিকেটাররা, ভাত-ডাল-সব্জি রেঁধে খাইয়েছিলেন আফ্রিদি
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 27, 2022 | 8:00 AM
গৌতম গম্ভীরের সঙ্গে প্রায়ই টুইট যুদ্ধ লেগে থাকে। কাশ্মীর ইস্যু নিয়ে আলটপকা মন্তব্য করে ভারতীদের বিরাগভাজন হন মাঝেমধ্য়েই। অথচ একটা সময় ছিল যখন নিজের করাচির বাড়িতে ভারতীয় দলকে আমন্ত্রণ জানিয়ে কব্জি ডুবিয়ে খাইয়েছিলেন শাহিদ আফ্রিদি।
1 / 6
গৌতম গম্ভীরের সঙ্গে প্রায়ই টুইট যুদ্ধ লেগে থাকে। কাশ্মীর ইস্যু নিয়ে আলটপকা মন্তব্য করে ভারতীদের বিরাগভাজন হন মাঝেমধ্য়েই। অথচ একটা সময় ছিল যখন নিজের করাচির বাড়িতে ভারতীয় দলকে আমন্ত্রণ জানিয়ে কব্জি ডুবিয়ে খাইয়েছিলেন শাহিদ আফ্রিদি। (ছবি:টুইটার)
2 / 6
২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। পুরো টিমকে একদিন ডিনারে আমন্ত্রণ জানান আফ্রিদি। হরভজন সিং, যুবরাজ সিংরা মিলে হইহই করে আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। ডিনার টেবলে বসে অস্বস্তিতে পড়ে যান কয়েকজন ভারতীয় ক্রিকেটার।(ছবি:টুইটার)
3 / 6
অতিথিদের জন্য যত্ন করে জিভে জল আনা চিকেন-মটনের সব ডিশ তৈরি করেছিলেন আফ্রিদি। অথচ ভারতীয় দলের বেশ কয়েকজন সদস্য সম্পূর্ণ নিরামিষাশী। খাওয়া তো দূর, ঘ্রাণও নিতে চান না তাঁরা। সেকথা কথা জানতে পেরে বেজায় অস্বস্তিতে পড়ে যান পাক ক্রিকেটার।(ছবি:টুইটার)
4 / 6
পাঠানরা আতিথেয়তার জন্য বিখ্যাত। তাঁর বাড়ি থেকে কয়েকজন না খেয়ে যাবেন এটা তো হতে পারে না। অতিথিদের পছন্দ অপছন্দ জেনে না নেওয়ায় লজ্জায় পড়ে গিয়েছিলেন। সেই পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করেন খোদ আফ্রিদি।(ছবি:টুইটার)
5 / 6
নিরামিশাষী ক্রিকেটারদের জন্য চটজলদি ডাল, ভাত, সবজি চড়িয়ে দেন। তাই খেয়ে হাসিমুখে হোটেলে ফিরে যায় ভারতীয় দল। (ছবি:টুইটার)
6 / 6
পরে নিজের ইউটিউব চ্যানেলে সেদিনের ঘটনার অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন প্রাক্তন পাক ক্রিকেটার। সেদিন যে তিনি লজ্জায় পড়ে গিয়েছিলেন তা জানাতে দ্বিধাবোধ করেননি। (ছবি:টুইটার)