Bollywood Gossip: আমার সঙ্গে অজয় যা করেছে ওর অনুশোচনা হওয়া উচিৎ: তব্বু

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 19, 2023 | 9:15 AM

Bollywood Gossip: তব্বু-- পুরো নাম তবস্সুম হাসমি। বয়স ৫২। হাতে রয়েছে বেশ কিছু হিট ছবি। তবে আজও সিঙ্গল তব্বু। কেন?

1 / 8
তব্বু-- পুরো নাম তবস্সুম হাসমি। বয়স ৫২। হাতে রয়েছে বেশ কিছু হিট ছবি। তবে আজও সিঙ্গল তব্বু। কেন? সে কারণে তিনি দায়ী করেছিলেন অজয় দেবগণকে। বলেছিলেন, "আমার সঙ্গে অজয় যা করেছে ওর অনুশোচনা হওয়া উচিৎ"।

তব্বু-- পুরো নাম তবস্সুম হাসমি। বয়স ৫২। হাতে রয়েছে বেশ কিছু হিট ছবি। তবে আজও সিঙ্গল তব্বু। কেন? সে কারণে তিনি দায়ী করেছিলেন অজয় দেবগণকে। বলেছিলেন, "আমার সঙ্গে অজয় যা করেছে ওর অনুশোচনা হওয়া উচিৎ"।

2 / 8
তব্বুর সঙ্গে অজয়ের পরিচয় আজকের নয়। ছোট থেকে তাঁরা ছিলেন পরিচিত। কিভাবে জানেন?

তব্বুর সঙ্গে অজয়ের পরিচয় আজকের নয়। ছোট থেকে তাঁরা ছিলেন পরিচিত। কিভাবে জানেন?

3 / 8
এক সাক্ষাৎকারে তব্বু জানিয়েছিলেন, সমীর আর্য তাঁর তুতো ভাই ছিলেন অজয়ের প্রতিবেশী। তাই অজয়ও ছিলেন তাঁর ভাল বন্ধু।

এক সাক্ষাৎকারে তব্বু জানিয়েছিলেন, সমীর আর্য তাঁর তুতো ভাই ছিলেন অজয়ের প্রতিবেশী। তাই অজয়ও ছিলেন তাঁর ভাল বন্ধু।

4 / 8
তাঁর কথায়," যখন ছোট ছিলাম। সমীর আর অজয় মিলের আমার উপর নজরদারি চালাত। আমি যেখানে যেতাম সেখানে যেত।"

তাঁর কথায়," যখন ছোট ছিলাম। সমীর আর অজয় মিলের আমার উপর নজরদারি চালাত। আমি যেখানে যেতাম সেখানে যেত।"

5 / 8
এখানেই থামেননি তিনি। আরও বলেন, "যে সব ছেলে আমার সঙ্গে কথা বলতে আসত, তাঁদের সবাইকে পেটানোর হুমকি পর্যন্ত দিয়েছে।"

এখানেই থামেননি তিনি। আরও বলেন, "যে সব ছেলে আমার সঙ্গে কথা বলতে আসত, তাঁদের সবাইকে পেটানোর হুমকি পর্যন্ত দিয়েছে।"

6 / 8
আর সে কারণেই প্রেম হয়েও হয়নি তব্বুর। ছেলেদের সাহসই ছিল না ধারেকাছে ঘেঁষার।

আর সে কারণেই প্রেম হয়েও হয়নি তব্বুর। ছেলেদের সাহসই ছিল না ধারেকাছে ঘেঁষার।

7 / 8
৫২-তে এসে বেশ মন খারাপই হয় অভিনেতার, তাই তাঁর বক্তব্য, "আমার সঙ্গে অজয় যা করেছে ওর অনুশোচনা হওয়া উচিৎ"

৫২-তে এসে বেশ মন খারাপই হয় অভিনেতার, তাই তাঁর বক্তব্য, "আমার সঙ্গে অজয় যা করেছে ওর অনুশোচনা হওয়া উচিৎ"

8 / 8
তবে ভাববেন না, দুজনের মধ্যে ঝামেলা, দু'জনে দারুণ বন্ধু তাঁরা। আজও তব্বুর হাত ছাড়েননি তিনি। তাই সিঙ্গল হয়ে মন খারাপ হলেও সে মন খারাপ পুষিয়ে দিয়েছেন অজয় দেবগণ।

তবে ভাববেন না, দুজনের মধ্যে ঝামেলা, দু'জনে দারুণ বন্ধু তাঁরা। আজও তব্বুর হাত ছাড়েননি তিনি। তাই সিঙ্গল হয়ে মন খারাপ হলেও সে মন খারাপ পুষিয়ে দিয়েছেন অজয় দেবগণ।

Next Photo Gallery