White Palash Benefits: এই পলাশ ঘরে রাখলে প্রসন্ন হন লক্ষ্মী ও ত্রিদেব! অর্থকষ্ট দূর করতে কীভাবে ব্যবহার করবেন, জানুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

May 17, 2023 | 3:12 PM

Hinduism: পলাশ ফুলের কিছু প্রতিকার মেনে চললে দূর করবে অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, তাই দেখে নিন এখানে...

1 / 9
পলাশ গাছকে খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে, লক্ষ্মীকে সাদা পলাশ ফুল নিবেদন করলে দেবী অত্যন্ত প্রসন্ন হন। পলাশ ফুলের কিছু প্রতিকার মেনে চললে দূর করবে অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, তাই দেখে নিন এখানে...

পলাশ গাছকে খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে, লক্ষ্মীকে সাদা পলাশ ফুল নিবেদন করলে দেবী অত্যন্ত প্রসন্ন হন। পলাশ ফুলের কিছু প্রতিকার মেনে চললে দূর করবে অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, তাই দেখে নিন এখানে...

2 / 9
হিন্দু ধর্ম অনুসারে, সব গাছেই রয়েছে দেব-দেবীর বাস। পাশাপাশি এমন অনেক গাছ রয়েছে যা বাড়িতে লাগালে পজিটিভিটি ভাইবস তৈরি করে। এছাড়া অনেক গাছের চারা আছে, যেগুলি জীবনে আসা সব সমস্যা অবসান ঘটায়।

হিন্দু ধর্ম অনুসারে, সব গাছেই রয়েছে দেব-দেবীর বাস। পাশাপাশি এমন অনেক গাছ রয়েছে যা বাড়িতে লাগালে পজিটিভিটি ভাইবস তৈরি করে। এছাড়া অনেক গাছের চারা আছে, যেগুলি জীবনে আসা সব সমস্যা অবসান ঘটায়।

3 / 9
গৃহে থাকলে আপনার ঘরে দেবী লক্ষ্মী বাস করেন ও ব্রহ্মা, বিষ্ণু মহেশের কৃপাও থাকে। এই পলাশ গাছের ফুল ঘরে রাখলে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন।

গৃহে থাকলে আপনার ঘরে দেবী লক্ষ্মী বাস করেন ও ব্রহ্মা, বিষ্ণু মহেশের কৃপাও থাকে। এই পলাশ গাছের ফুল ঘরে রাখলে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন।

4 / 9
সাদা পলাশ ফুলের সঙ্গে ঘরের দরজায় হলুদের গুঁড়ো রাখেন তবে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। বৃহস্পতিবার এই প্রতিকার করলেই ভালো হয়। একাদশীর দিনে এই প্রতিকার করলেও উপকার পাবেন।

সাদা পলাশ ফুলের সঙ্গে ঘরের দরজায় হলুদের গুঁড়ো রাখেন তবে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। বৃহস্পতিবার এই প্রতিকার করলেই ভালো হয়। একাদশীর দিনে এই প্রতিকার করলেও উপকার পাবেন।

5 / 9
কথিত আছে যে, একটি সাদা পলাশ ফুল ও একক্ষী নারকেল একটি সাদা কাপড়ে বেঁধে বাড়িতে ধন-সম্পদের স্থানে রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।

কথিত আছে যে, একটি সাদা পলাশ ফুল ও একক্ষী নারকেল একটি সাদা কাপড়ে বেঁধে বাড়িতে ধন-সম্পদের স্থানে রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।

6 / 9
আর্থিক সংকটের সঙ্গে লড়াই করে থাকলে তাহলে এই প্রতিকারটি আপনার জন্য খুবই কার্যকর হতে পারে।

আর্থিক সংকটের সঙ্গে লড়াই করে থাকলে তাহলে এই প্রতিকারটি আপনার জন্য খুবই কার্যকর হতে পারে।

7 / 9
কথিত আছে পলাশ ফুল ঘরে লাগালে ধন-সম্পদ বৃদ্ধি পায়। সেই সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও আনন্দ বিরাজ করে। শুক্রবার পলাশের ক্ষতি না করার নির্দেশ রয়েছে। এদিনে লক্ষ্মীকে সাদা পলাশ ফুল নিবেদন করতে হবে, এটি করলে করলে ঘরে সুখ শান্তি বজায় থাকে।

কথিত আছে পলাশ ফুল ঘরে লাগালে ধন-সম্পদ বৃদ্ধি পায়। সেই সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও আনন্দ বিরাজ করে। শুক্রবার পলাশের ক্ষতি না করার নির্দেশ রয়েছে। এদিনে লক্ষ্মীকে সাদা পলাশ ফুল নিবেদন করতে হবে, এটি করলে করলে ঘরে সুখ শান্তি বজায় থাকে।

8 / 9
 স্বাস্থ্য যদি বারবার খারাপ থাকে, তাহলে রবিবারে শুভ সময়ে তুলোর সাহায্যে পলাশ গাছের শিকড় মুড়ে ডান হাতে বেঁধে নিতে পারেন। কথিত আছে, এমনটা করলে রোগের অনেক উপশম হয়।

স্বাস্থ্য যদি বারবার খারাপ থাকে, তাহলে রবিবারে শুভ সময়ে তুলোর সাহায্যে পলাশ গাছের শিকড় মুড়ে ডান হাতে বেঁধে নিতে পারেন। কথিত আছে, এমনটা করলে রোগের অনেক উপশম হয়।

9 / 9
যদি শনির সাড়ে সাতি দশা, ধাইয়া ও মহাদশার অশুভ প্রভাব কমাতে চান তাহলে শনিবার কোনও শনি মন্দিরে গিয়ে শনিদেবকে তেল ও কালো তিল অর্পণ করুন। পলাশ ফুল নিবেদন করুন। এতে শনির অশুভ প্রভাব কমে যেতে পারে। গ্রহের অবস্থাও শক্তিশালী হয়।

যদি শনির সাড়ে সাতি দশা, ধাইয়া ও মহাদশার অশুভ প্রভাব কমাতে চান তাহলে শনিবার কোনও শনি মন্দিরে গিয়ে শনিদেবকে তেল ও কালো তিল অর্পণ করুন। পলাশ ফুল নিবেদন করুন। এতে শনির অশুভ প্রভাব কমে যেতে পারে। গ্রহের অবস্থাও শক্তিশালী হয়।

Next Photo Gallery