Cabinet Reshuffle in West Bengal: স্বচ্ছ ভাবমূর্তিতে গুরুত্ব! মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন কারা?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 01, 2022 | 6:46 PM

Cabinet Reshuffle in West Bengal: সদ্য পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়েছে। তিন দফতরের মন্ত্রী ছিলেন তিনি।

1 / 7
বুধবার রদবদল হবে রাজ্য মন্ত্রিসভায়। সোমবারই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫-৬ নতুন মুখ আসতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর রদবদল হচ্ছে মন্ত্রিসভায়। রাজনৈতিক মহলের অনুমান, বর্তমান পরিস্থিতিতে মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তির ওপর বিশেষ জোর দেওয়া হবে। যাঁদের গায়ে দুর্নীতির কোনও দাগ নেই, তেমন বিধায়কদেরই বেছে নেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে।

বুধবার রদবদল হবে রাজ্য মন্ত্রিসভায়। সোমবারই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫-৬ নতুন মুখ আসতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর রদবদল হচ্ছে মন্ত্রিসভায়। রাজনৈতিক মহলের অনুমান, বর্তমান পরিস্থিতিতে মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তির ওপর বিশেষ জোর দেওয়া হবে। যাঁদের গায়ে দুর্নীতির কোনও দাগ নেই, তেমন বিধায়কদেরই বেছে নেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে।

2 / 7
একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। মন্ত্রিত্ব চলে যাওয়ার পরই বিজেপি ছাড়েন বাবুল সুপ্রিয়। পরে যোগ দেন তৃণমূলে। তাঁর মন্ত্রিত্ব পাওয়া নিয়ে জল্পনা ছিল অনেক দিন ধরেই। পরে বালিগঞ্জ কেন্দ্র থেকে ভোটে লড়ে বিধায়ক হয়েছেন বাবুল। এরপর সেই জল্পনা আরও তীব্র হয়। এবার রাজ্যের মন্ত্রিসভায় তাঁর জায়গা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। মন্ত্রিত্ব চলে যাওয়ার পরই বিজেপি ছাড়েন বাবুল সুপ্রিয়। পরে যোগ দেন তৃণমূলে। তাঁর মন্ত্রিত্ব পাওয়া নিয়ে জল্পনা ছিল অনেক দিন ধরেই। পরে বালিগঞ্জ কেন্দ্র থেকে ভোটে লড়ে বিধায়ক হয়েছেন বাবুল। এরপর সেই জল্পনা আরও তীব্র হয়। এবার রাজ্যের মন্ত্রিসভায় তাঁর জায়গা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

3 / 7
বর্তমানে বিধানসভায় তৃণমূলের উপ-মুখ্য সচেতক তাপস রায় দীর্ঘদিনের বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিকও বটে। মাঝে কিছুদিনের জন্য মন্ত্রিত্ব পাওয়া ছাড়া আর কোনও প্রাপ্তি নেই তাঁর। ২০১১, ২০১৬, ২০২১- পরপর তিনবারই জয়ী হয়েছেন তিনি। রাজনীতিতে তাঁর অভিজ্ঞতাও নেহাত কম নয়। এবার তাই তাপস রায়ের মন্ত্রী হওয়ার সম্ভাবনা জোরাল বলেই অনুমান করা হচ্ছে।

বর্তমানে বিধানসভায় তৃণমূলের উপ-মুখ্য সচেতক তাপস রায় দীর্ঘদিনের বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিকও বটে। মাঝে কিছুদিনের জন্য মন্ত্রিত্ব পাওয়া ছাড়া আর কোনও প্রাপ্তি নেই তাঁর। ২০১১, ২০১৬, ২০২১- পরপর তিনবারই জয়ী হয়েছেন তিনি। রাজনীতিতে তাঁর অভিজ্ঞতাও নেহাত কম নয়। এবার তাই তাপস রায়ের মন্ত্রী হওয়ার সম্ভাবনা জোরাল বলেই অনুমান করা হচ্ছে।

4 / 7
নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পরপর তিনবারই বিধায়ক হয়েছেন তিনি। রাজনৈতিক মহলে অভিষেক-ঘনিষ্ঠ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। শোনা যায়, আগেই পার্থ ভৌমিককে মন্ত্রী করার জন্য সওয়াল করেছেন অভিষেক। তবে উত্তর ২৪ পরগনা থেকে একাধিক মন্ত্রী থাকায় পার্থ ভৌমিকের ভাগ্যে জোটেনি মন্ত্রিত্ব। এবার সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পরপর তিনবারই বিধায়ক হয়েছেন তিনি। রাজনৈতিক মহলে অভিষেক-ঘনিষ্ঠ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। শোনা যায়, আগেই পার্থ ভৌমিককে মন্ত্রী করার জন্য সওয়াল করেছেন অভিষেক। তবে উত্তর ২৪ পরগনা থেকে একাধিক মন্ত্রী থাকায় পার্থ ভৌমিকের ভাগ্যে জোটেনি মন্ত্রিত্ব। এবার সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

5 / 7
জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। একাধিকবার বিধায়ক হলেও তাঁর প্রাপ্তি কম। অপেক্ষাকৃত বয়স কম স্নেহাশিস। স্বচ্ছ ও ভদ্র ভাবমূর্তিও রয়েছে। তাই তাঁকে এবার মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। একাধিকবার বিধায়ক হলেও তাঁর প্রাপ্তি কম। অপেক্ষাকৃত বয়স কম স্নেহাশিস। স্বচ্ছ ও ভদ্র ভাবমূর্তিও রয়েছে। তাই তাঁকে এবার মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

6 / 7
দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার। নয়া মন্ত্রিসভায় তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সেই কারণেই গুরুত্ব পেতে পারেন তিনি।

দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার। নয়া মন্ত্রিসভায় তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সেই কারণেই গুরুত্ব পেতে পারেন তিনি।

7 / 7
উদয়ন গুহ

(নিজস্ব চিত্র)

উদয়ন গুহ (নিজস্ব চিত্র)

Next Photo Gallery