Bigg Boss: ‘বিগ বস চাহতে হ্যায়…’, বিগ বস আসলে কে জানেন? কত টাকা আয় তাঁর?
Bigg Boss: বিগ বসের কন্ঠস্বর কিন্তু কোনও এক ব্যাক্তির নয়। বরং বিগ বসের হয়ে দু'জন ব্যাক্তি কথা বলেন। গত ১৮ বছর ধরে তাঁরাই বিগ বসের চরিত্রে অভিনয় করে আসছেন।
1 / 8
ভারতের রিয়েলেটি শো ইতিহাসে দীর্ঘতম শোগুলির মধ্যে অন্যতম বিগ বস। বলিউডের ভাইজানের সঞ্চালনায় এই শো-এর ফ্যান বেস নেহাত কম নয়। বিগ বসের প্রথম সিজন প্রিমিয়ার হয় ৩ নভেম্বর ২০০৬।
2 / 8
দর্শকরাও দু'হাত খুলে ভালবাসা দিয়েছে এই শোটিকে। দেখতে দেখতে ১৮ বছর পেরিয়ে গিয়েছে বিগ বসের। কিছু মজার ঘটনা, কিছু বিতর্ক, প্রেম এই সব নিয়েই বিগ বস। যদিও ১৮ বছরে শোতে অনেক পরিবর্তন এসেছে। পরিবর্তন হয়েছে হোস্টও। তবে একটা জিনিস সেই শুরুর দিন থেকে এক রয়ে গিয়েছে। তা হল বিগ বসের কন্ঠস্বর।
3 / 8
'বিগ বস চাহতে হ্যায়...', আজও একই ভাবে শোনা যায় এই কন্ঠস্বর। কিন্তু কে এই 'বিগ বস'? এই প্রশ্ন সকলের। হোস্ট হিসাবে সলমন খান সকলের বেশ পছন্দের। কিন্তু বিগ বসের বাড়িতে যে কন্ঠ স্বর শোনা যায়, সেটি কার? 'বিগ বস'-এর চরিত্রে অভিনয় করে তিনি কত টাকাই বা নেয় জানেন?
4 / 8
বিগ বসের কন্ঠস্বর কিন্তু কোনও এক ব্যাক্তির নয়। বরং বিগ বসের হয়ে দু'জন ব্যাক্তি কথা বলেন। গত ১৮ বছর ধরে তাঁরাই বিগ বসের চরিত্রে অভিনয় করে আসছেন।
5 / 8
তাঁরা হলেন বিজয় বিক্রম এবং অতুল কাপুর। এই দুই শিল্পীই বিগ বসের হয়ে জমঠ দিয়ে থাকেন। বিগ বস-এ গম্ভীর কন্ঠে 'শো চলছে, বিগ বস চাহতে হ্যায়..যে কন্ঠ স্বর আমরা শুনতে পাই, তা আসলে অতুল কাপুরের কন্ঠস্বর।
6 / 8
বিগ বসে কোনও ঘটনার পর্যায়ক্রম, কোনও পর্বে কী হয়েছিল বা ঘটেছিল তার বিবরণ দেওয়া বা কোনও ঘটনার তথ্য দিতে হলে সেই ক্ষেত্রে অভিনেতা বিজয় বিক্রম কন্ঠ দিয়ে থাকেন।
7 / 8
একেক সিজনে কন্ঠ স্বর দেওয়ায় জন্য বেশ ভালই পারিশ্রমিক পান অতুল কাপুর। বিভিন্ন প্রতিবেদন অনুসারে অতুল কাপুর একটি সিজনে কন্ঠ স্বর দেওয়ার জন্য ৫০ লাখ টাকা নিয়ে থাকেন।
8 / 8
যদিও জানা গিয়েছে অতুলের থেকে বিজয়ের পারিশ্রমিক একটু কম। বিভিন্ন প্রতিবেদন অনুসারে প্রতি সিজনে কন্ঠ স্বর দিয়ে তাঁরা ১০-২০ লক্ষ টাকা রোজগার করেন। বর্তমানে বিগ বসের ১৮তম সিজনের টেলিকাস্ট চলছে। সেখানেও কন্ঠ দিয়েছেন এই দুই অভিনেতাই। (ছবি - Getty Images and TV9Network)