
পোল্যান্ডকে ২-০ হারিয়ে কাতার বিশ্বকাপে নকআউটে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেদিন আলবিসেলেস্তেদের দুই গোলদাতাদের মধ্যে একজন হলেন তরুণ জুলিয়ান আলভারেজ। কেরিয়ার ছাড়াও ২২ বছরের স্ট্রাইকারের দারুণ এক লাভস্টোরি রয়েছে। আছে মিষ্টি এক বান্ধবী। (ছবি:টুইটার)

জুলিয়ানের বান্ধবী মারিয়া এমিলিয়া ফেরারো। এমিলিয়ারও বয়স ২২ বছর। সেই স্কুলজীবন থেকে জুলিয়ান ও এমিলিয়ার বন্ধুত্ব। বড় হতেই যা প্রেমে গড়ায়।(ছবি:ইনস্টাগ্রাম)

আলভারেজের মতো মারিয়া এমিলিয়াও একজন ক্রীড়াপ্রেমী। নিজে একজন অ্যাথলিট, কর্ডোবার অ্যাথলেটিক ক্লাব Barrio Parque-এর সদস্য। (ছবি:ইনস্টাগ্রাম)

আর্জেন্টাইন স্ট্রাইকারের বান্ধবী একজন শারীর শিক্ষার শিক্ষিকাও বটে। নিজের চোখ ধাঁধানো ফিটনেস। অন্যদেরও এভাবেই ফিট রাখতে চান এমিলিয়া। (ছবি:ইনস্টাগ্রাম)

ম্যাঞ্চেস্টার সিটি তারকা জুলিয়ান আলভারেজ সম্প্রতি ইনস্টাগ্রামে বান্ধবীর ছবি দিয়ে সকলকে চমকে দেন। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মিষ্টি প্রেমকাহিনী।(ছবি:ইনস্টাগ্রাম)

তারপর থেকেই এমিলিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা বাড়ছে। ইনস্টায় তাঁর পরিবারের সদস্য সংখ্যা ৪০ হাজারের মতো। (ছবি:ইনস্টাগ্রাম)