Issy Wong: শরীরে যোদ্ধার রক্ত, WPL হ্যাটট্রিকে ইতিহাস গড়া বোলারকে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 26, 2023 | 9:39 AM

WPL 2023: শুক্রবার ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছেছে মুম্বই ইন্ডিয়ান্স। ৭২ রানের বড় ব্যবধানে জিতেছে হরমনপ্রীতের দল। উইমেন্স প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে এক কীর্তি গড়েছেন মুম্বইয়ের তারকা বোলার ইসি ওং (Issy Wong)। ডব্লিউপিএলে প্রথম হ্যাটট্রিক নেওয়া বোলার হয়েছেন তিনি।

1 / 8
ইউপি ওয়ারিয়র্সের (UP Warriorz) বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। হরমনপ্রীত কৌরের দলের জোরে বোলার ইসি ওং (Issy Wong) ডব্লিউপিএলে ইতিহাস গড়েছেন। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

ইউপি ওয়ারিয়র্সের (UP Warriorz) বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। হরমনপ্রীত কৌরের দলের জোরে বোলার ইসি ওং (Issy Wong) ডব্লিউপিএলে ইতিহাস গড়েছেন। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

2 / 8
২০ বছর বয়সী ইংল্যান্ডের বোলার ইসি ওং ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক করেছেন। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

২০ বছর বয়সী ইংল্যান্ডের বোলার ইসি ওং ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক করেছেন। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

3 / 8
পুরুষদের আইপিএলে প্রথম হ্যাটট্রিক করেছিলেন লক্ষ্মীপতি বালাজি। তিনি চেন্নাইয়ের জার্সিতে ২০০৮ সালে তখনকার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছিলেন। এ বার মেয়েদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সেই রেকর্ড গড়লেন ইসি ওং। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

পুরুষদের আইপিএলে প্রথম হ্যাটট্রিক করেছিলেন লক্ষ্মীপতি বালাজি। তিনি চেন্নাইয়ের জার্সিতে ২০০৮ সালে তখনকার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছিলেন। এ বার মেয়েদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সেই রেকর্ড গড়লেন ইসি ওং। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

4 / 8
ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগের এলিমিনেটরের ১২তম ওভারের দ্বিতীয় বলে কিরণপ্রভু নবগীরে, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে সিমরন শেখ ও সোফি এক্লেস্টনের উইকেট নিয়ে প্রথম হ্যাটট্রিক করেন ইসি ওং। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগের এলিমিনেটরের ১২তম ওভারের দ্বিতীয় বলে কিরণপ্রভু নবগীরে, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে সিমরন শেখ ও সোফি এক্লেস্টনের উইকেট নিয়ে প্রথম হ্যাটট্রিক করেন ইসি ওং। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

5 / 8
কে এই ইসি ওং? যিনি উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক নিয়েছেন?  (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

কে এই ইসি ওং? যিনি উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক নিয়েছেন? (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

6 / 8
হংকং বংশোদ্ভূত ডানহাতি ফাস্ট বোলার ইসি ওং ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন। ইসি ওং ইংল্যান্ডের চেলসিতে জন্মগ্রহণ করেন। তাঁর মা ক্রিকেটের একজন ফ্রিল্যান্স লেখক। তাঁর বাবা হংকং বংশোদ্ভূত। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

হংকং বংশোদ্ভূত ডানহাতি ফাস্ট বোলার ইসি ওং ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন। ইসি ওং ইংল্যান্ডের চেলসিতে জন্মগ্রহণ করেন। তাঁর মা ক্রিকেটের একজন ফ্রিল্যান্স লেখক। তাঁর বাবা হংকং বংশোদ্ভূত। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

7 / 8
ইসি ওংয়ের রক্তেই রয়েছে ক্রিকেট। তাঁর দুই বড় মামা হংকং পুরুষ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। তাঁদের একজন ডোনাল্ড অ্যান্ডারসন, হংকং প্রতিরক্ষা বাহিনীর একজন লেফটেন্যান্ট ছিলেন। তিনি ১৯৪১ সালে হংকংয়ের যুদ্ধের সময় একজন জাপানি স্নাইপার দ্বারা গুলিবিদ্ধ হয়েছিলেন। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

ইসি ওংয়ের রক্তেই রয়েছে ক্রিকেট। তাঁর দুই বড় মামা হংকং পুরুষ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। তাঁদের একজন ডোনাল্ড অ্যান্ডারসন, হংকং প্রতিরক্ষা বাহিনীর একজন লেফটেন্যান্ট ছিলেন। তিনি ১৯৪১ সালে হংকংয়ের যুদ্ধের সময় একজন জাপানি স্নাইপার দ্বারা গুলিবিদ্ধ হয়েছিলেন। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

8 / 8
ইসি ওং-এর প্রপিতামহ ফিলিস নোলাস্কো দা সিলভা ব্রিটিশ সামরিক গোয়েন্দাদের জন্য দক্ষিণ চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচরদের একটি নেটওয়ার্ক নিয়োগ করেছিলেন এবং পরিচালনা করেছিলেন। যুদ্ধের পর তাঁকে কিংস মেডেল ফর সার্ভিস ইন দ্য কজ অফ ফ্রিডম, যুক্তরাজ্যের সর্বোচ্চ বেসামরিক যুদ্ধকালীন পুরস্কারে ভূষিত করা হয়েছিল।
(ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

ইসি ওং-এর প্রপিতামহ ফিলিস নোলাস্কো দা সিলভা ব্রিটিশ সামরিক গোয়েন্দাদের জন্য দক্ষিণ চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচরদের একটি নেটওয়ার্ক নিয়োগ করেছিলেন এবং পরিচালনা করেছিলেন। যুদ্ধের পর তাঁকে কিংস মেডেল ফর সার্ভিস ইন দ্য কজ অফ ফ্রিডম, যুক্তরাজ্যের সর্বোচ্চ বেসামরিক যুদ্ধকালীন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। (ছবি-উইমেন্স প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)

Next Photo Gallery