ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর দুর্ধর্ষ ইনিংসে ভর করে সিরিজও জিতে নিয়েছে ভারত। যার ফলে স্বাভাবিকভাবেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পন্থ। এমন সময় পন্থের বান্ধবী প্রতিক্রিয়া না দিয়ে কী থাকতে পারে? পন্থের একদিনের ক্রিকেটে প্রথম শতরানের পর তাঁর বান্ধবী ঈশা নেগি (Isha Negi) দিলেন মিষ্টি প্রতিক্রিয়া। 'চ্যাম্প' বলে ডাকলেন পন্থকে। সুন্দরী ঈশাকে আপনারা চেনেন তো? রইল তথ্য এই প্রতিবেদনে... (ছবি-ঈশা নেগি ইন্সটাগ্রাম)
ঋষভ পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ১২৫ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। এটিই পন্থের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতরান। ঋষভের ম্যাচ উইনিং ইনিংসের পর তাঁর বান্ধবী ইন্সটাগ্রাম স্টোরিতে পন্থের মারা লাস্ট চারের ভিডিও শেয়ার করে লেখেন, 'চ্যাম্প'... (ছবি-ঈশা নেগি ইন্সটাগ্রাম)
১৯৯৭ সালে পন্থের বান্ধবী ঈশা নেগির জন্ম। দেরাদুনের জেসুস অ্যান্ড মেরি স্কুলে তাঁর পড়াশুনা। এরপর তিনি নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স নিয়ে স্নাতক পূর্ণ করেন। (ছবি-ঈশা নেগি ইন্সটাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় পন্থের বান্ধবী ঈশা। তিনি ইন্টিরিয়র ডিজাইনার। পাশাপাশি তাঁর পরিবারের ব্যবসাতে তাঁর বাবাকেও তিনি সাহায্য করেন বলে জানা গিয়েছে। (ছবি-ঈশা নেগি ইন্সটাগ্রাম)
২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরের অসাধারণ ইনিংসের পর, ভারতের তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ তাঁর বান্ধবী ঈশা নেগির সঙ্গে একখানা মিস্টি ছবি শেয়ার করে তাঁদের ভালোবাসার সম্পর্কের কথা সকলকে জানিয়েছিলেন। (ছবি-ঈশা নেগি ইন্সটাগ্রাম)
আইপিএল-২০২২ এর দিল্লি ক্যাপিটালসের একাধিক ম্যাচে গ্যালারিতে গ্ল্যামারের ছটা ছড়াতে দেখা গিয়েছে পন্থের বান্ধবী ঈশাকেও। ঋষভের গার্লফ্রেন্ড ঈশা গ্ল্যামার কোনও অভিনেত্রীর থেকে কম নয়। (ছবি-ঈশা নেগি ইন্সটাগ্রাম)