TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jan 30, 2022 | 2:26 PM
বলিউডে প্রেমের গুঞ্জন। চিত্রনাট্যে নায়ক হৃতিক রোশন। বিপরীতে সাবা আজাদ। ফিকশন নয়, ঘোর বাস্তব। কে এই সাবা আজাদ? কী পরিচয় তাঁর? ৩২ বছরের এই অভিনেত্রীকে নিয়েই এখন তোলপাড় শো-বিজ। দীর্ঘ কেরিয়ারে মাত্র ৫টি ছবিতে অভিনয় করা সাবাকে চিনে নিন।
সাবার বর্তমান বয়স ৩২। ২০০৮ সালে 'দিল কবাড্ডি' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় তাঁর। এর পরে ২০১১ সালে অভিনেতা সাকিব সালিমের বিপরীতে 'মুঝসে ফ্র্যান্ডশিপ করোগে'তে দেখা গিয়েছিল তাঁকে।
তাঁর শেষ ছবি 'ইশক' মুক্তি পেয়েছিল ২০২১ সালে। তবে অভিনয়ই সাবার একমাত্র পেশা নয়। একাধারেও তিনি সঙ্গীতশিল্পী ও লিরিসিস্টও। ইনস্টাগ্রামে এই মুহূর্তে সাবার অনুরাগীর সংখ্যা প্রায় ৮২ হাজারের কাছাকাছি।
হৃতিকের নিরিখে যদিও তা অনেক কম। সাফল্যের দিক থেকেও সাবার কেরিয়ার গ্রাফ হৃতিকের থেকে বেশ খানিক পিছিয়ে। তবু ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে, এই তরুণীতেই মজেছে 'গ্রীক দেবতার' মন।
কোথা থেকে এই গুঞ্জনের সূত্রপাত? বৃহস্পতিবার রাতে সাবাকে নিয়েই এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন অভিনেতা। রেস্তরাঁ থেকে বের হওয়ার সময়েই তাঁদের ঘিরে ধরে পাপারাজ্জি। সাবার হাত শক্ত করে ধরেছিলেন হৃতিক।
দুজনের মুখেই ছিল মাস্ক। তাই মাস্ক ঢাকা মুখের 'রহস্যময়ী'র পরিচয় প্রথমে সামনে আসেনি। কিন্তু নেটদুনিয়ায় চাপা থাকে না কিছুই। মাস্ক ঢাকা মুখের নেপথ্যে পরিচয় প্রকাশ্যে আনতে বেশি সময় লাগেনি। সাবা ও হৃতিক যদিও এখনও পর্যন্ত এ নিয়ে একেবারে চুপ। জল গড়ায় কতদূর, এখন সেটাই দেখার।