Bangla NewsPhoto gallery Who is the unknown Australian offspinner Todd Murphy in the Border Gavaskar Trophy?
Border-Gavaskar Trophy: অজি টিমের ‘হ্যারি পটার’, তুরুপের তাস এই অফস্পিনার!
IND vs AUS: হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারতের মাটিতে ভারতকে হারানো কার্যত অসম্ভব। সেটা যে ফরম্যাটই হোক না কেন। আর টেস্ট সিরিজ জিততে চাই ভালো মানের স্পিনার। ভারতের মাটিতে অজিরা শেষ বার টেস্ট সিরিজ জিতেছিল ২০০৪ সালে। এ বারও সেই সম্ভাবনা রয়েছে বলে মনে করেন, ২০০৪ সালে অজি টিমের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। এ বার অজি টিমে রয়েছেন বেশ কয়েকজন স্পিনার। তাঁদের মধ্যে রয়েছেন তরুণ তুর্কি টড মার্ফি। দেখতে কিছুটা হ্যারি পটারের মতো! মনে করা হচ্ছে, এই সিরিজে অস্ট্রেলিয়ার তুরুপের তাস হয়ে উঠতে পারেন।