Natasa-Hardik: বিতর্কিত জীবনে বিয়ের আগেই গর্ভবতী, কে ছিলেন হার্দিকের স্ত্রীর প্রাক্তন প্রেমিক?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 14, 2023 | 9:58 AM

Natasha-Hardik: জানেন কি এই নাতাশা স্তানকোভিচের জীবন জুড়ে বিতর্ক কিছু কম নয়। হার্দিকের আগে এক জনপ্রিয় অভিনেতার সঙ্গে রগরগে রোম্যান্সে মেতেছিলেন তিনি। কে তিনি?

1 / 8
সূত্র মারফৎ খবর, আজ অর্থাৎ প্রেম দিবসের দিনই বিয়ে করছেন হার্দিক পান্ড্য ও নাতাশা স্টানকোভিচ। আইনি বিয়ে হয়েছিল বছর তিনেক আগেই। তবে আজ অর্থাৎ মঙ্গলবার তাঁদের বিয়ের সেলিব্রেশন। বিয়ের আগেই সন্তান এসেছিল নাতাশার গর্ভে। তা নিয়ে হয়েছিল জলঘোলা। তবে জানেন কি এই নাতাশা স্তানকোভিচের জীবন জুড়ে বিতর্ক কিছু কম নয়। হার্দিকের আগে এক জনপ্রিয় অভিনেতার সঙ্গে রগরগে রোম্যান্সে মেতেছিলেন তিনি। কে তিনি?

সূত্র মারফৎ খবর, আজ অর্থাৎ প্রেম দিবসের দিনই বিয়ে করছেন হার্দিক পান্ড্য ও নাতাশা স্টানকোভিচ। আইনি বিয়ে হয়েছিল বছর তিনেক আগেই। তবে আজ অর্থাৎ মঙ্গলবার তাঁদের বিয়ের সেলিব্রেশন। বিয়ের আগেই সন্তান এসেছিল নাতাশার গর্ভে। তা নিয়ে হয়েছিল জলঘোলা। তবে জানেন কি এই নাতাশা স্তানকোভিচের জীবন জুড়ে বিতর্ক কিছু কম নয়। হার্দিকের আগে এক জনপ্রিয় অভিনেতার সঙ্গে রগরগে রোম্যান্সে মেতেছিলেন তিনি। কে তিনি?

2 / 8
নাতাশা ভারতীয় নন, তিনি সার্বিয়ার মানুষ। এ দেশে এসেছিলেন কাজের খোঁজে। ২০১৪ সালে প্রকাশ ঝা'য়ের ছবি 'সত্যাগ্রহ' দিয়ে বলিউডে ডেবিয় হয় তাঁর। আর ওই বছরেই জীবনে আসে প্রেম।

নাতাশা ভারতীয় নন, তিনি সার্বিয়ার মানুষ। এ দেশে এসেছিলেন কাজের খোঁজে। ২০১৪ সালে প্রকাশ ঝা'য়ের ছবি 'সত্যাগ্রহ' দিয়ে বলিউডে ডেবিয় হয় তাঁর। আর ওই বছরেই জীবনে আসে প্রেম।

3 / 8
'বিগবস' খ্যাত আলি গোনির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এক্সপ্রেস গতিতে চলেছিল তাঁদের প্রেমের গাড়ি।

'বিগবস' খ্যাত আলি গোনির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এক্সপ্রেস গতিতে চলেছিল তাঁদের প্রেমের গাড়ি।

4 / 8
এমনকি এক নাচের রিয়ালিটি শো-য়ে একসঙ্গে পারফর্মও করেছিলেন দুজন। রিয়ালিটি শো শেষ হয়, তাঁদের প্রেমও ভেঙে যায়, সে সময় এই ভাঙা প্রেম নিয়ে হয়েছিল বিস্তর হইচই।

এমনকি এক নাচের রিয়ালিটি শো-য়ে একসঙ্গে পারফর্মও করেছিলেন দুজন। রিয়ালিটি শো শেষ হয়, তাঁদের প্রেমও ভেঙে যায়, সে সময় এই ভাঙা প্রেম নিয়ে হয়েছিল বিস্তর হইচই।

5 / 8
কেন ভেঙে গিয়েছিল সম্পর্ক? এ নিয়ে পরবর্তীতে মুখ খুলেছিলেন আলি। জানিয়েছিলেন, বিদেশি বলেই নাকি হয়েছে ব্রেক আপ। তাঁর নাকি পছন্দ ভারতীয় মেয়ে।

কেন ভেঙে গিয়েছিল সম্পর্ক? এ নিয়ে পরবর্তীতে মুখ খুলেছিলেন আলি। জানিয়েছিলেন, বিদেশি বলেই নাকি হয়েছে ব্রেক আপ। তাঁর নাকি পছন্দ ভারতীয় মেয়ে।

6 / 8
বলেছিলেন, "আমাদের মধ্যে প্রচুর সাংস্কৃতিক বিভেদ রয়েছে। আমার জন্য ভারতীয় মেয়েই ঠিক আছে। ওঁর জন্য আমার অনেক শুভেচ্ছা"। এর পরেও কিন্তু নাতাশার জীবনে বিতর্ক পিছু ছাড়েনি।

বলেছিলেন, "আমাদের মধ্যে প্রচুর সাংস্কৃতিক বিভেদ রয়েছে। আমার জন্য ভারতীয় মেয়েই ঠিক আছে। ওঁর জন্য আমার অনেক শুভেচ্ছা"। এর পরেও কিন্তু নাতাশার জীবনে বিতর্ক পিছু ছাড়েনি।

7 / 8
হার্দিকের সঙ্গে তাঁর প্রেমের খবর প্রকাশ্যে এসেছে অনেক পর। বিয়ে করেছিলেন আর বিয়ের কয়েক মাসের মধ্যেই জন্ম দিয়েছিলেন সন্তানের।

হার্দিকের সঙ্গে তাঁর প্রেমের খবর প্রকাশ্যে এসেছে অনেক পর। বিয়ে করেছিলেন আর বিয়ের কয়েক মাসের মধ্যেই জন্ম দিয়েছিলেন সন্তানের।

8 / 8
আপাতত ছেলে ও স্বামীকে নিয়ে সংসার করছেন তিনি। তবে বলিউডে তাঁর কাজ করার পরিমাণ কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে।

আপাতত ছেলে ও স্বামীকে নিয়ে সংসার করছেন তিনি। তবে বলিউডে তাঁর কাজ করার পরিমাণ কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে।

Next Photo Gallery