Bangla News Photo gallery Whole Ayodhya City & its People Decked up for Ram Mandir Inauguration from 1 Month Ahead, PM Narendra Modi to Visit Ram Mandir Today
Ayodhya Ram Mandir: দিকে দিকে রাম নাম, কেমন সেজে উঠেছে রামনগরী, দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Dec 30, 2023 | 10:44 AM
Ram Mandir Construction: রাম মন্দিরের উদ্বোধনের দিন মন্দির সাজানো হবে গোলাপী রঙের গোলাপ দিয়ে। এই গোলাপে থাকবে শ্রীরামের ছবি। লেখা থাকবে জয় শ্রী রাম। গুজরাটের এক শিল্পী বিশেষ প্রিন্টিং প্রযুক্তি দিয়ে ফুল ছবি ছাপাচ্ছেন।
1 / 11
২২ জানুয়ারি, ২০২৪। এই দিনেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। ইতিমধ্যেই সেজে উঠেছে রামনগরী। মন্দির উদ্বোধনের এক মাস আগে থেকেই দূর-দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমাচ্ছেন অযোধ্যায়।
2 / 11
জানুয়ারি মাসে রাম মন্দিরের উদ্বোধনের আগে আজ, ৩০ ডিসেম্বর অযোধ্যা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের নির্মাণকাজ কত দূর এগিয়েছে, তা খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী মোদী।
3 / 11
প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে ফুল দিয়ে সাজানো হয়েছে পথ-ঘাট ও মন্দির চত্বর।
4 / 11
কনকনে ঠান্ডা উত্তর প্রদেশে। তবে শীত উপেক্ষা করেই বাচ্চা থেকে বুড়ো-সকলেই ভিড় জমিয়েছেন অযোধ্যায়। কনকনে ঠান্ডা উত্তর প্রদেশে। তবে শীত উপেক্ষা করেই বাচ্চা থেকে বুড়ো-সকলেই ভিড় জমিয়েছেন অযোধ্যায়।
5 / 11
শুধু রাম মন্দির চত্বর নয়, গোটা অযোধ্যাই মুড়ে গিয়েছে রাম নামে। পথে-ঘাটে, দেওয়ালে যেমন পোস্টার ছেয়ে গিয়েছে, তেমনই ভক্তদের কপালেও তিলক কাটা, যেখানে লেখা রামের নাম।
6 / 11
কোলের একরত্তি থেকে যুবতী, বয়স্ক- সকলেরই কপালে দেখা যাচ্ছে জয় শ্রী রাম লেখা।
7 / 11
রাম মন্দিরের উদ্বোধনের দিন মন্দির সাজানো হবে গোলাপী রঙের গোলাপ দিয়ে। এই গোলাপে থাকবে শ্রীরামের ছবি। লেখা থাকবে জয় শ্রী রাম। গুজরাটের এক শিল্পী বিশেষ প্রিন্টিং প্রযুক্তি দিয়ে ফুল ছবি ছাপাচ্ছেন।
8 / 11
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও রামলালার মূর্তির সামনে আরতি করতে দেখা যায়।
9 / 11
অযোধ্যার রাম মন্দিরে যাওয়ার জন্য ব্য়াপক উন্নত করা হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। তৈরি হয়েছে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের বিমানবন্দর।
10 / 11
একইসঙ্গে ভোল বদলে গিয়েছে রেল স্টেশনেরও। নতুন সাজে সেজে উঠেছে অযোধ্যা রেল স্টেশন। নতুন নামকরণও করা হয়েছে স্টেশনের।
11 / 11