কাজলের সঙ্গে অজয় দেবগণের জুটি এক কথায় বলতে গেলে বলিউডের পাওয়ার কপিল। তাঁরা একে অন্যের পাশে বেশ মানানস, ভাল ছবি থেকে শুরু করে প্রকাশ্যে তাঁদের বন্ডিং বারে বারে প্রমাণ করেছেন তাঁদের একে অন্যের প্রতি ভালবাসা।
তবে অজয় দেবগণের জীবনে কাজল আসার আগে ছিল একাধিক সেলেবের স্থান। রবিনা টন্ডনের সঙ্গে সম্পর্ক এতটাই গভীর ছিল যে বিচ্ছেদের পর তা সহ্য করতে পারেননি অভিনেত্রী, উঠে এসেছিল খবরের শিরোনামে।
একবার সামনে এসেছিল অন্য খবর, করিশ্মা কাপুরের সঙ্গে সম্পর্কে আসার পরই রবিনার থেকে মুখ ফিরিয়েছিলেন তিনি। সাল ১৯৯৫, টানা ৪ বছর ধরে তিনি প্রেম চালিয়েছিলেন, এরপর সামনে এলেন কাজল।
যদিও পরবর্তীতে অনেক ঝড় বয়ে গিয়েছে সংসারের ওপর দিয়ে। কোথাও গিয়ে যেন ভরসা-বিশ্বাসের বুনিয়াদেই সম্পর্ক আজও অটুট এই জুটির।
মুহূর্তে অবাক হয়ে গিয়েছিলেন কাজল। এরপর সেটে শুরু হয় অল্প বিস্তর কথা বলা, একে অন্যকে চিনতে শুরু করেন। হয়ে ওঠেন ভাল বন্ধু, বাড়ে সম্পর্কের প্রতি আস্থা।
তা বলে সেটে বসে ইনি কে! চিমনির মত স্মোক করে যাচ্ছে, কোনও ব্যক্তিত্ব নেই, কারুর সঙ্গে কথা বলছে না, মিশছে না! তার কিছুক্ষণের মধ্যে তিনি জানতে পারেন, যে তিনি হলেন তাঁর ছবির অভিনেতা।