Dhanteras 2023: সোনা-রুপো-বাসন নয়, ধনতেরসে কিনুন মাত্র ৬০ টাকার এই জিনিস! ঘরে বাঁধা পড়বেন ধনলক্ষ্মী-কুবের

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 07, 2023 | 6:46 PM

Vastu Tips for Broom: হিন্দু ধর্মমতে, কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ধুমধাম করে পালিত হয় ধনতেরস উত্‍সব। বাঙালির কাছে হুজুগে মনে হলেও অবাঙালিদের কাছে ধনতেরস হল একটি গুরুত্বপূর্ণ উত্‍সব। এদিন সোনা-রুপোর গয়না, বাসনপত্র কেনার চল রয়েছে। বাস্তু ও হিন্দুধর্ম মতে এদিন সস্তার ঝাড়ু কিনলেও বি্শেষ গুরুত্ব রয়েছে।

1 / 9
ত্রয়োদশী তিথিতে পালন করা হয় বলে ধনতেরসকে ধন ত্রয়োদশীও বলা হয়। এদিন ধন্বন্তরী ও ধনলক্ষ্মীর সঙ্গে ধন-সম্পদের দেবতা কুবেরের পুজো করা হয়ে থাকে। সোনা-রুপো ছাড়াও এদিন বাসনপত্রও কেনার রেওয়াজ রয়েছে। পাশাপাশি এদিন ঝাড়ু কিনে বাড়িতে আনা শুভ।

ত্রয়োদশী তিথিতে পালন করা হয় বলে ধনতেরসকে ধন ত্রয়োদশীও বলা হয়। এদিন ধন্বন্তরী ও ধনলক্ষ্মীর সঙ্গে ধন-সম্পদের দেবতা কুবেরের পুজো করা হয়ে থাকে। সোনা-রুপো ছাড়াও এদিন বাসনপত্রও কেনার রেওয়াজ রয়েছে। পাশাপাশি এদিন ঝাড়ু কিনে বাড়িতে আনা শুভ।

2 / 9
বিশ্বাস করা হয় যে যদি ধনতেরসের দিন একটি ঝাড়ু কিনে বাড়িতে নিয়ে আসা হয়, তাহলে দেবী লক্ষ্মী ও কুবের খুব খুশি হন। বাড়িতেই বাঁধা পড়বেন দুই দেবদেবী। বলা হয়ে থাকে, ধনতেরসের দিন একটি ঝাড়ু কিনলে গোটা বছর বাড়িতে আশীর্বাদ বজায় থাকে। অর্থসঙ্কট কখনও আপনাকে ছুঁতে পারবে না।

বিশ্বাস করা হয় যে যদি ধনতেরসের দিন একটি ঝাড়ু কিনে বাড়িতে নিয়ে আসা হয়, তাহলে দেবী লক্ষ্মী ও কুবের খুব খুশি হন। বাড়িতেই বাঁধা পড়বেন দুই দেবদেবী। বলা হয়ে থাকে, ধনতেরসের দিন একটি ঝাড়ু কিনলে গোটা বছর বাড়িতে আশীর্বাদ বজায় থাকে। অর্থসঙ্কট কখনও আপনাকে ছুঁতে পারবে না।

3 / 9
সোনা ও রুপোর গয়না বা বাসনপত্র কেনার পাশাপাশি, অধিকাংশই প্রতি বছর ধনতেরসের দিন ঝাড়ুও কেনেন। মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে, ঝাড়ু হল দেবী লক্ষ্মীর প্রতীক। তাই এই বি্শেষ দিনে ঘরে আনলে আর্থিক অবস্থার উন্নতি হয়। কথিত আছে যে ধনতেরসের দিন ঘরে ঝাড়ু আনলে আপনি সারা বছরের প্রতিটি কাজে সাফল্য পাওয়া যেতে পারে। বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

সোনা ও রুপোর গয়না বা বাসনপত্র কেনার পাশাপাশি, অধিকাংশই প্রতি বছর ধনতেরসের দিন ঝাড়ুও কেনেন। মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে, ঝাড়ু হল দেবী লক্ষ্মীর প্রতীক। তাই এই বি্শেষ দিনে ঘরে আনলে আর্থিক অবস্থার উন্নতি হয়। কথিত আছে যে ধনতেরসের দিন ঘরে ঝাড়ু আনলে আপনি সারা বছরের প্রতিটি কাজে সাফল্য পাওয়া যেতে পারে। বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

4 / 9
সব ধরনের আর্থিক সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয়। এদিন যদি ফুলঝাড়ু ও বেতের ঝাড়ু উভয়ই কেনা উচিত। মাথায় রাখা দরকার, এই দুই ঝাড়ু কখনওই একসঙ্গে রাখা যাবে না। কোন কোন জিনিস মাথায় রাখা দরকার, তা জেনে নিন এখানে...

সব ধরনের আর্থিক সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয়। এদিন যদি ফুলঝাড়ু ও বেতের ঝাড়ু উভয়ই কেনা উচিত। মাথায় রাখা দরকার, এই দুই ঝাড়ু কখনওই একসঙ্গে রাখা যাবে না। কোন কোন জিনিস মাথায় রাখা দরকার, তা জেনে নিন এখানে...

5 / 9
হিন্দু বিশ্বাস অনুসারে, ধনতেরাসের দিন ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়। ধনতেরাসে ঝাড়ু কেনার পর প্রথমে দেবী লক্ষ্মীর পুজো করা উচিত। তারপর ঝাড়ুতে একটি সাদা সুতো বেঁধে দিন। তাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত থাকবে। দেবী লক্ষ্মী আপনার ঘরে স্থির থাকেন।

হিন্দু বিশ্বাস অনুসারে, ধনতেরাসের দিন ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়। ধনতেরাসে ঝাড়ু কেনার পর প্রথমে দেবী লক্ষ্মীর পুজো করা উচিত। তারপর ঝাড়ুতে একটি সাদা সুতো বেঁধে দিন। তাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত থাকবে। দেবী লক্ষ্মী আপনার ঘরে স্থির থাকেন।

6 / 9
মনে রাখা উচিত, সবসময় পরিষ্কার হাতে ঝাড়ু স্পর্শ করুন। ভুল করেও বাসি কাপড়ে ও অসুস্থ শরীরে ঝাড়ু স্পর্শ করবেন না। তাতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন যে কোনও কাজে।

মনে রাখা উচিত, সবসময় পরিষ্কার হাতে ঝাড়ু স্পর্শ করুন। ভুল করেও বাসি কাপড়ে ও অসুস্থ শরীরে ঝাড়ু স্পর্শ করবেন না। তাতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন যে কোনও কাজে।

7 / 9
ঝাড়ু কখনওই দাঁড় করিয়ে রাখবেন না। এমনটা করে রাখলে অশুভ বলে মনে করা হয়। সবসময় সঠিক পথে ও সঠিকভাবে রাখুন। ভুল করেও ধনতেরাসে কেনা ঝাড়ুতে পা রাখা উচিত নয়। কথিত আছে যে এটি করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন।

ঝাড়ু কখনওই দাঁড় করিয়ে রাখবেন না। এমনটা করে রাখলে অশুভ বলে মনে করা হয়। সবসময় সঠিক পথে ও সঠিকভাবে রাখুন। ভুল করেও ধনতেরাসে কেনা ঝাড়ুতে পা রাখা উচিত নয়। কথিত আছে যে এটি করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন।

8 / 9
ঝাড়ু সবসময় বাড়ির এমন জায়গায় রাখতে হবে যাতে ঝাড়ু কখনওই বাইরে থেকে আসা কারও চোখে না পড়ে। সাধারণত, নিয়ম অনুযায়ী, মঙ্গল, শনিবার ও রবিবার ঝাড়ু কেনা উচিত নয়। তাতে বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে।

ঝাড়ু সবসময় বাড়ির এমন জায়গায় রাখতে হবে যাতে ঝাড়ু কখনওই বাইরে থেকে আসা কারও চোখে না পড়ে। সাধারণত, নিয়ম অনুযায়ী, মঙ্গল, শনিবার ও রবিবার ঝাড়ু কেনা উচিত নয়। তাতে বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে।

9 / 9
ধনতেরসের আগে পরিষ্কারের পাশাপাশি ঘর থেকে পুরনো ঝাড়ুও ফেলে দেওয়া উচিত। পুরনো ঝাড়ু সরিয়ে একটি নতুন ঝাড়ু রাখতে পারেন। ঝাড়ু সবসময় ঢেকে রাখুন।  ধনতেরসে একসঙ্গে তিনটি ঝাড়ু কেনার চেষ্টা করুন। একসঙ্গে তিনটি ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন যে কখনওই দুই বা চার জোড়া করে ঝাড়ু কিনবেন না

ধনতেরসের আগে পরিষ্কারের পাশাপাশি ঘর থেকে পুরনো ঝাড়ুও ফেলে দেওয়া উচিত। পুরনো ঝাড়ু সরিয়ে একটি নতুন ঝাড়ু রাখতে পারেন। ঝাড়ু সবসময় ঢেকে রাখুন। ধনতেরসে একসঙ্গে তিনটি ঝাড়ু কেনার চেষ্টা করুন। একসঙ্গে তিনটি ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন যে কখনওই দুই বা চার জোড়া করে ঝাড়ু কিনবেন না

Next Photo Gallery