বাহারি চুল (Hairstyle) ফরাসি তারকা আতোয়াঁ গ্রিজম্যানের (Antoine Griezmann) বরাবরের পছন্দের। কাতার বিশ্বকাপের পর, চুলের রং গোলাপি করিয়েছেন গ্রিজম্যান। (ছবি-টুইটার)
সম্প্রতি আতোয়াঁ গ্রিজম্যান তাঁর ক্লাব আতলেতিকো মাদ্রিদকে (Atletico Madrid) দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চুল গোলাপি করার নেপথ্যে থাকা কারণ জানিয়েছেন। (ছবি-টুইটার)
আতোয়াঁ গ্রিজম্যান আগেও নিজের চুল নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। রঙিন চুল করা তাঁর কাছে নতুন কোনও ব্যপার নয়। (ছবি-টুইটার)
গ্রিজম্যানের গোলাপি রংয়ের চুলের নেপথ্যে রয়েছে তাঁর পরিবারের সদস্যদের মতামতও। ক্লাবকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিজম্যান বলেন, "আমি বরাবরই চুল নিয়ে পরীক্ষা করি। আর এটা কিন্তু আমার বেশ পছন্দের।" (ছবি-টুইটার)
গ্রিজম্যান জানান, তাঁর পছন্দের রং নীল ও গোলাপি। চুলে কোন রং করাবেন, ফরাসি তারকা গ্রিজম্যান তাঁর পরিবারের সদস্যদের এ বিষয়ে মতামত জানাতে বলেন। (ছবি-টুইটার)
সেই ভোটিংয়ে জেতে গোলাপি রংটি। তিনি জানান, তাঁর বাড়িতে যেহেতু তিন জন মহিলা (স্ত্রী ও দুই কন্যা) ও দু'জন পুরুষ (গ্রিজম্যান নিজে ও তাঁর ছেলে) রয়েছে তাই গোলাপি রংটি ভোটে জিতেছে। (ছবি-টুইটার)
নিজের গোলাপি রংয়ের হেয়ার কালার বেশ মনে ধরেছে গ্রিজম্যানেরও। উল্লেখ্য, কাতার বিশ্বকাপের সময় গ্রিজম্যানের চুলের রং ছিল সাদা। (ছবি-টুইটার)