তাঁর ছেলে বরুণ ধাওয়ানের বিয়েতে ডাকেননি গোবিন্দাকে। সেই গোবিন্দা যিনি ছিলেন পরিচালক ডেভিড ধাওয়ানের ব্লু আইড অভিনেতা।
১৭টি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ডেভিড এবং গোবিন্দা। কিন্তু পরবর্তীতে তাঁদের সম্পর্কে চিড় ধরে।
এবং সেই কারণেই আর একসঙ্গে কাজ করেননি এই দুই তারকা। এমনকী, বরুণের বিয়েতে গোবিন্দার অনুপস্থিতি নিয়ে নানা মহলে কথা উঠেছিল।
কেন বিয়েতে আসেননি গোবিন্দা? নানা মুনিতে নানা মত দিয়েছিলেন। ডেভিডের প্রতি অসন্তোষও প্রকাশ করেছিলেন কেউ-কেউ।
২০০৭ সালে 'পার্টনার' ছবিটি করার সময় ডেভিড ধাওয়ানের সঙ্গে অসম্ভব ঝামেলা হয় গোবিন্দার। তিনি রীতিমতো রেগে গিয়েছিলেন।
তাঁর উপর ক্ষিপ্ত ছিলেন ডেভিডও। কিন্তু সম্প্রতি সেই রাগের বরফ গলেছে।
বলিউডের এক দীপাবলির পার্টিতে উপস্থিত ছিলেন ডেভিড-গোবিন্দা দু'জনেই। সেখানে তাঁদের একসঙ্গে কথা বলতেও দেখা গিয়েছিল।
গোবিন্দা বলেছেন, "পুরনো খারাপ ঘটনা নিয়ে কেন পড়ে থাকব আমরা? যা হয়েছে, তা হয়েছে। বেকার এসব নিয়ে আলোচনা বাড়িয়ে লাভ নেই। আমাদের আরও অনেক ভাল স্মৃতি আছে। সেই সব নিয়েই কথা হয়েছে দু'জনের।"