Quitting smoking: ধূমপান ছাড়লে কেন ওজন বেড়ে যায়! জানেন?

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তা সকলেই জানেন, কিন্তু এই তত্য জানার পরও কিন্তু অনেকেই ধূমপান ছাড়তে পারেন না। প্রতি বছর ৬ লক্ষেরও বেশি মানুষ মারা যান এই ধূমপানের কারণে। তবে হঠাৎ করেও ধূমপান ছেড়ে দিলে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া হয়।

| Edited By: রেশমী প্রামাণিক

Dec 13, 2021 | 11:02 PM

1 / 5
ধূমপান ছাড়লে ওজন বেড়ে যায়। জার্নাল ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ডিপেন্ডেন্সে প্রকাশিত এক গবেষণার ফলে জানা গেছে যে, ধূমপান ছাড়ার সময় ওজন বৃদ্ধির জন্য আসলে দায়ী আমাদের মস্তিষ্ক।

ধূমপান ছাড়লে ওজন বেড়ে যায়। জার্নাল ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ডিপেন্ডেন্সে প্রকাশিত এক গবেষণার ফলে জানা গেছে যে, ধূমপান ছাড়ার সময় ওজন বৃদ্ধির জন্য আসলে দায়ী আমাদের মস্তিষ্ক।

2 / 5
কারণ তখন শরীরে নিকোটিনের পরিমাণ একেবারেই থাকে না। আর যা আমাদের ভুল ভাল খাবারের জন্য উৎসাহিত করে।

কারণ তখন শরীরে নিকোটিনের পরিমাণ একেবারেই থাকে না। আর যা আমাদের ভুল ভাল খাবারের জন্য উৎসাহিত করে।

3 / 5
সিগারেট খিদে কমায়। আর তাই ধূমপান ছেড়ে দিলে অনেক বেশি খিদে পায়।

সিগারেট খিদে কমায়। আর তাই ধূমপান ছেড়ে দিলে অনেক বেশি খিদে পায়।

4 / 5
ধূমপান ছাড়লে বিপাক ক্রিয়া কমে যায়। নিকোটিনের অভাবে বিপাক অনেক ধীরে হয়। যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ

ধূমপান ছাড়লে বিপাক ক্রিয়া কমে যায়। নিকোটিনের অভাবে বিপাক অনেক ধীরে হয়। যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ

5 / 5
অনেকেই ধূমপান ছেড়ে মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। এই কারণেও ওজন বাড়ে

অনেকেই ধূমপান ছেড়ে মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। এই কারণেও ওজন বাড়ে