Quitting smoking: ধূমপান ছাড়লে কেন ওজন বেড়ে যায়! জানেন?
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তা সকলেই জানেন, কিন্তু এই তত্য জানার পরও কিন্তু অনেকেই ধূমপান ছাড়তে পারেন না। প্রতি বছর ৬ লক্ষেরও বেশি মানুষ মারা যান এই ধূমপানের কারণে। তবে হঠাৎ করেও ধূমপান ছেড়ে দিলে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া হয়।