Gourab Chatterjee: চার নয়, দুই চাকার বাইসাকেলেই সুখী উত্তম কুমারের নাতি গৌরব

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jun 06, 2022 | 6:24 PM

Gourab Chatterjee: হাজারো কাজের মাঝে নিজের ভালবাসার সঙ্গে সময় কাটানোই পছন্দ করেন গৌরর চট্টোপাধ্যায়। একা হোক বা সঙ্গী, সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে ভালবাসেন। আসলে তাঁর কাছে রোজই বাইসাইকেল দিন।

1 / 7
গৌরব চট্টোপাধ্যায়ের কাছে রোজই বাইসাইকেল দিন।

গৌরব চট্টোপাধ্যায়ের কাছে রোজই বাইসাইকেল দিন।

2 / 7
কখনও একা, কখনও স্ত্রী দেবলীনা কুমারের সঙ্গে বেরিয়ে পড়েন।

কখনও একা, কখনও স্ত্রী দেবলীনা কুমারের সঙ্গে বেরিয়ে পড়েন।

3 / 7
তিনি আর অনিন্দ্য চট্টোপাধ্য়ায় একসঙ্গে অভিনয় করেন মেগা ধারাবাহিক 'গাঁটছড়া'য়। তাঁর সঙ্গেও গৌরব বেরিয়েছিলেন, ধারাবাহিকের হোডিং দেখে একটু দাঁড়িয়ে পোজ দেওয়া।

তিনি আর অনিন্দ্য চট্টোপাধ্য়ায় একসঙ্গে অভিনয় করেন মেগা ধারাবাহিক 'গাঁটছড়া'য়। তাঁর সঙ্গেও গৌরব বেরিয়েছিলেন, ধারাবাহিকের হোডিং দেখে একটু দাঁড়িয়ে পোজ দেওয়া।

4 / 7
অনিন্দ্যকে ডেয়ার ডেভিল বলে সম্বোধন করেন। ওঁর সঙ্গে প্রায়ই বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে।

অনিন্দ্যকে ডেয়ার ডেভিল বলে সম্বোধন করেন। ওঁর সঙ্গে প্রায়ই বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে।

5 / 7
স্ত্রী-সহ অভিনেত্রী, সহ সাইকেল যাত্রী দেবলীনার সঙ্গে ছবি পোস্ট করেন প্রায়ই সোশ্যাল মিডিয়াতে।

স্ত্রী-সহ অভিনেত্রী, সহ সাইকেল যাত্রী দেবলীনার সঙ্গে ছবি পোস্ট করেন প্রায়ই সোশ্যাল মিডিয়াতে।

6 / 7
শহরের বিভিন্ন প্রান্তে তিনি সাইকেন নিয়ে বেরিয়ে পড়েন শত কাজের ফাঁকে।

শহরের বিভিন্ন প্রান্তে তিনি সাইকেন নিয়ে বেরিয়ে পড়েন শত কাজের ফাঁকে।

7 / 7
একটু বিশ্রাম সাইকেল চালানের মাঝে। সঙ্গে একটা ছবি তোলা।

একটু বিশ্রাম সাইকেল চালানের মাঝে। সঙ্গে একটা ছবি তোলা।

Next Photo Gallery
Cristiano Ronaldo: মাঠে গোল করছেন বাবা, বাড়িতে Siuu সেলিব্রেশন রোনাল্ডোর ছেলেমেয়ের
Box Office: সুপারস্টার যখন ফ্লপস্টার, বলিউডে সর্বাধিক বক্স অফিস ফ্লপের বদনাম কাদের ঝুলিতে