Aubameyang: স্পাইডারম্যান থেকে ব্যাটম্যান…কেন মাস্কের পিছনে মুখ লুকান অবামেয়াং?

প্রিমিয়র লিগে ফিরছেন প্রাক্তন আর্সেনাল স্ট্রাইকার পিয়ের এমেরিক অবামেয়াং। বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফের প্রিমিয়র লিগে দেখা যাবে মাস্ক পরিহিত গ্যাবনিজ ফুটবলারের দাপট।

| Edited By: তিথিমালা মাজী

Sep 07, 2022 | 9:30 AM

1 / 6
প্রিমিয়র লিগে ফিরছেন প্রাক্তন আর্সেনাল স্ট্রাইকার পিয়ের এমেরিক অবামেয়াং। বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফের প্রিমিয়র লিগে দেখা যাবে মাস্ক পরিহিত গ্যাবনিজ ফুটবলারের দাপট।(ছবি:টুইটার)

প্রিমিয়র লিগে ফিরছেন প্রাক্তন আর্সেনাল স্ট্রাইকার পিয়ের এমেরিক অবামেয়াং। বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফের প্রিমিয়র লিগে দেখা যাবে মাস্ক পরিহিত গ্যাবনিজ ফুটবলারের দাপট।(ছবি:টুইটার)

2 / 6
চেলসির হয়ে অনুশীলনের সময় কালো রঙের মাস্ক পরেছিলেন তিনি। কেন ম্যাচের সময় প্রোটেকটিভ মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখতে পছন্দ করেন অবামেয়াং? এই প্রশ্নটা ফুটবলপ্রেমীদের অনেকদিনের।(ছবি:টুইটার)

চেলসির হয়ে অনুশীলনের সময় কালো রঙের মাস্ক পরেছিলেন তিনি। কেন ম্যাচের সময় প্রোটেকটিভ মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখতে পছন্দ করেন অবামেয়াং? এই প্রশ্নটা ফুটবলপ্রেমীদের অনেকদিনের।(ছবি:টুইটার)

3 / 6
সর্বপ্রথম অবামেয়াংকে মাস্ক মুখে দেখা গিয়েছিল ২০১৮ সালে। স্পাইডারম্যানের মাস্ক পরে তৎকালীন ক্লাব সেন্ট এতিয়েনের হয়ে মাঠে নেমেছিলেন। ক্লাবের গোলরক্ষক জেরেমি জ্যানটকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানানোই ছিল উদ্দেশ্য।(ছবি:টুইটার)

সর্বপ্রথম অবামেয়াংকে মাস্ক মুখে দেখা গিয়েছিল ২০১৮ সালে। স্পাইডারম্যানের মাস্ক পরে তৎকালীন ক্লাব সেন্ট এতিয়েনের হয়ে মাঠে নেমেছিলেন। ক্লাবের গোলরক্ষক জেরেমি জ্যানটকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানানোই ছিল উদ্দেশ্য।(ছবি:টুইটার)

4 / 6
দ্বিতীয়বার ছিল ছেলের জন্মদিন। তখন গ্যাবনিজ স্ট্রাইকার খেলেন বরুশিয়া ডর্টমুন্ডে। শালকে বিরুদ্ধে ম্যাচে ব্যাটম্যানের মাস্ক পরে সকলকে চমকে দেন অবামেয়াং।(ছবি:টুইটার)

দ্বিতীয়বার ছিল ছেলের জন্মদিন। তখন গ্যাবনিজ স্ট্রাইকার খেলেন বরুশিয়া ডর্টমুন্ডে। শালকে বিরুদ্ধে ম্যাচে ব্যাটম্যানের মাস্ক পরে সকলকে চমকে দেন অবামেয়াং।(ছবি:টুইটার)

5 / 6
২০১৯ সালে ইউরোপা লিগের ম্যাচে ওয়াকান্ডার গেটআপে দেখা গিয়েছিল। মার্ভেলের সিনেমার সুপারহিরো ব্ল্যাক প্যান্থারের মুখোশে মুখ ঢেকে ফেলেছিলেন। গ্যাবনের জাতীয় দলকে প্যান্থার্স বলে ডাকা হয়।(ছবি:টুইটার)

২০১৯ সালে ইউরোপা লিগের ম্যাচে ওয়াকান্ডার গেটআপে দেখা গিয়েছিল। মার্ভেলের সিনেমার সুপারহিরো ব্ল্যাক প্যান্থারের মুখোশে মুখ ঢেকে ফেলেছিলেন। গ্যাবনের জাতীয় দলকে প্যান্থার্স বলে ডাকা হয়।(ছবি:টুইটার)

6 / 6
চেলসির হয়ে তিনি কোন মাস্ক পরে খেলতে নামবেন তা জানার আগ্রহ তুঙ্গে। (ছবি:টুইটার)

চেলসির হয়ে তিনি কোন মাস্ক পরে খেলতে নামবেন তা জানার আগ্রহ তুঙ্গে। (ছবি:টুইটার)