Kajol Controversy: বিপদের দিনে কেন শাহরুখের পাশে ছিলেন না কাজল! কারণ জানিয়ে সপাট উত্তর অজয়-ঘরণীর
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 02, 2022 | 11:52 PM
Shah Rukh Khan: সেই সময় পাশে দাঁড়ানোতো দুরের কথা, এমন কি জন্মদিনে শুভেচ্ছাটুকুও জানাননি কাজল। যা নজরে আসে কিং খানের ভক্তদের। তার জেরেই শুরু হয়ে যায় নানা জল্পনা।
1 / 6
শাহরুখের সঙ্গে কাজলের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ, বারে বারে তার প্রমাণ মিলেছে অতীতে। তবে সম্পর্কের উষ্ণতার মাঝে কোথাও গিয়ে যেন ছন্দ হারিয়ে যায় সেই চেনা সমীকরণের।
2 / 6
ঠিক সেই কারণেই কি বিমুখ হয়েছিলেন কাজল! মাদক কান্ডে জেলে আরিয়ান, শুটিং বন্ধ করে রাতারাতি শাহরুখ খানের জীবন গিয়েছিল বদলে। ছেলেকে ফেরানোর চেষ্টায় হয়ে উঠেছিলেন মরিয়া।
3 / 6
কাজলের সঙ্গে বাজিগর দিয়ে পথ চলা শুরু হলেও, কোথাও গিয়ে যে, কাজলের সঙ্গে তাঁর সম্পর্কটা শুরুতে মোটেও স্বাভাবিক ছিল না। বচসাতে জড়িয়েছেন তাঁরা বারে বারে।
4 / 6
তবে ডিডিএলজে-র মত ছবি কি কেউ হাত ছাড়া করে! হ্যাঁ শাহরুখ খান করতে চেয়েছিলেন। বারে বারে প্রস্তাব আসার সত্ত্বেও তিনি বলেছিলেন তিনি অভিনয় করবেন না এই ছবিতে।
5 / 6
শাহরুখ খান, মানেই যাঁর সঙ্গে একটাই শব্দ পরিপুরক, তা হল রোম্যান্স। রোম্যান্টিক সুপারস্টার একটা সম কেরিয়ার নিয়ে ঠিক কেমন ভাবনা পোষণ করতেন জানলে অবাক হবেন।
6 / 6
আর ঠিক সেই পরিস্থিতির কথা ভেবেই শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে চাননি কাজল। সকলের সামনে নিজের মত স্পষ্ট জানাতে পিছপা হননি তিনি।