Relationship Gossip: মারের ভয়েই কি টাইগারকে ডেট নয়, এ কী বলে বসলেন কৃতি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 29, 2022 | 7:55 PM

Tiger Shroff: তবে সত্যি কি তাই! না, সেই প্রসঙ্গে না গিয়ে এবার টাইগারের পাশে নতুন নাম নিয়ে জল্পনা শুরু। সম্প্রতি তাঁকে উপস্থিত হতে দেখা গেল কফি উইথ করণে।

1 / 5
টাইগার শ্রফ স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই নিয়ে কোনও মন্তব্যই করবেন না। তবে টাইগারের এই বক্তব্যে জল ঢেলে তাঁর বোন জানিয়েছিলেন দিশার সঙ্গে পরিবারের সকলের সবকিছু ঠিকই আছে।

টাইগার শ্রফ স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই নিয়ে কোনও মন্তব্যই করবেন না। তবে টাইগারের এই বক্তব্যে জল ঢেলে তাঁর বোন জানিয়েছিলেন দিশার সঙ্গে পরিবারের সকলের সবকিছু ঠিকই আছে।

2 / 5
ঘনিষ্টসূত্রে খবর প্রভাস ও কৃতি এখন ব্যস্ত রয়েছেন আদীপুরুষের কাজ নিয়ে। এটা এক ধরনের প্রমোশনাল  স্টান্টও বলা যেতে পারে। দুই সেলেবি এই মর্মে কোনো উত্তরই দিতে রাজি ছিলেন না। সেই কারণেই তাঁরা তেমন কিছু বলেননি।

ঘনিষ্টসূত্রে খবর প্রভাস ও কৃতি এখন ব্যস্ত রয়েছেন আদীপুরুষের কাজ নিয়ে। এটা এক ধরনের প্রমোশনাল স্টান্টও বলা যেতে পারে। দুই সেলেবি এই মর্মে কোনো উত্তরই দিতে রাজি ছিলেন না। সেই কারণেই তাঁরা তেমন কিছু বলেননি।

3 / 5
হৃত্বিকের পর ডান্স কিংবা অ্যাকশনে সকলের নজর কেড়েছেন টাইগার শ্রফ। বর্তমানে বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। যাঁর প্রতিটা ছবিতেই অ্যাকশনে থাকে বিশেষত্ব। তবে সব ক্ষেত্রে কী একই মন্ত্র কাজ করে!

হৃত্বিকের পর ডান্স কিংবা অ্যাকশনে সকলের নজর কেড়েছেন টাইগার শ্রফ। বর্তমানে বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। যাঁর প্রতিটা ছবিতেই অ্যাকশনে থাকে বিশেষত্ব। তবে সব ক্ষেত্রে কী একই মন্ত্র কাজ করে!

4 / 5
পর্দায় ইতিমধ্যেই কৃতির সঙ্গে জুটি বেঁধেছেন টাইগার শ্রফ। তবে টাইগারের লাভ লাইফ নিয়ে এখনও ধোঁয়াশা ভক্তদের মনে। কারণ দিশার সঙ্গে দ্বিতীয়বার প্রেমে বিচ্ছেদের খবর এল সামনে।

পর্দায় ইতিমধ্যেই কৃতির সঙ্গে জুটি বেঁধেছেন টাইগার শ্রফ। তবে টাইগারের লাভ লাইফ নিয়ে এখনও ধোঁয়াশা ভক্তদের মনে। কারণ দিশার সঙ্গে দ্বিতীয়বার প্রেমে বিচ্ছেদের খবর এল সামনে।

5 / 5
যদিও টাইগার শ্রফ দিলেন ভরসা, তিনি জানান, কৃতি স্যাননকে হিট করবেন না। যদিও তা ঠাট্টার পর্যায়েই থেকে যায়। কারণ দিশা পাটানিকে নিয়ে যে বিতর্কই হোক না কেন, টাইগারের পরিবারের মত, দিশার সঙ্গে সম্পর্ক বর্তমান।

যদিও টাইগার শ্রফ দিলেন ভরসা, তিনি জানান, কৃতি স্যাননকে হিট করবেন না। যদিও তা ঠাট্টার পর্যায়েই থেকে যায়। কারণ দিশা পাটানিকে নিয়ে যে বিতর্কই হোক না কেন, টাইগারের পরিবারের মত, দিশার সঙ্গে সম্পর্ক বর্তমান।

Next Photo Gallery