Tips For Men’s Skin Care: ছেলেদেরও ত্বকের যত্ন নেওয়া উচিত, কেন জানুন
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 02, 2023 | 9:00 AM
Men Skin Care: ছেলেদের আরও বেশি করে ত্বকের যত্ন নেওয়া উচিত। কারণ পুরুষদের ত্বকে কোলাজেন ও ইলাস্টিনের পরিমাণ বেশি থাকে। যা ত্বককে শুষ্ক, ও মোটা বানিয়ে দেয়।
1 / 8
এখনও পর্যন্ত বাজার চলতি একটি ভ্রান্ত ধারনা রয়েছে যে ছেলেরা রুপচর্চা(Skin Care) করে না। কিন্তু এর কারণ জিজ্ঞেস করলে উত্তর খুঁজে পাওয়া সম্ভব নয়।
2 / 8
. বিশেষজ্ঞদের মতে, ছেলেদের আরও বেশি করে ত্বকের যত্ন নেওয়া উচিত। কারণ পুরুষদের ত্বকে কোলাজেন ও ইলাস্টিনের পরিমাণ বেশি থাকে। যা ত্বককে শুষ্ক, ও মোটা বানিয়ে দেয়।
3 / 8
পুরুষদের মধ্যে ব্রণের সমস্যা দেখা দেয়। যার হাত থেকে রক্ষা পেতে সঠিক স্কিন কেয়ারের প্রয়োজন।
4 / 8
প্রথমেই যেটি করতে হবে তা হল ত্বককে পরিস্কার রাখতে হবে। তাই ফেস-ওয়াশ দিয়ে নিয়মিত ত্বক পরিস্কার করুন।
5 / 8
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য় করে।
6 / 8
রোদে বেড়োনোর আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুললে চলবে না। এটি সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে ত্বককে রক্ষা করবে।
7 / 8
দাড়ি কাটার পর আফটার সেভ ব্যবহারের অভ্যা করুন। এটি ত্বকের ক্ষত রোধ করে।
8 / 8
রাতে শুতে যাওয়ার সময় নাইট ক্রিম লাগান। এতে ত্বক হবে সুন্দর ও সতেজ।