Naga Sadhu: প্রয়াগ ছেড়ে এবার কাশীতে ভিড় জমাচ্ছেন একের পর নাগা সাধু! উদ্দেশ্যটা কী জানেন?

Naga Sadhu: মহাকুম্ভ ছেড়ে নাগা সাধুরা ভিড় করতে শুরু করেছেন কাশীতে।কিন্তু কাশীতেই বা কেন। মহাকুম্ভের সঙ্গেই শেষ হয়ে গিয়েছে মহা শিবরাত্রিও।

Naga Sadhu: প্রয়াগ ছেড়ে এবার কাশীতে ভিড় জমাচ্ছেন একের পর নাগা সাধু! উদ্দেশ্যটা কী জানেন?
৪৫ দিন পরে শেষ হয়েছে মহাকুম্ভ। নাগা সাধুরাও মৌনী অমাবস্যার পর থেকেই শুরু করেছিলেন কুম্ভ প্রাঙ্গণ ত্যাগ করা। কেউ কেউ বলেন কুম্ভ থেকেই নাকি তাঁরা ফিরে গিয়েছিলেন নিজেদের আখড়ায়। দেখা মিলবে আবার পরের কুম্ভের সময়। যদিও বাস্তব কিন্তু সেই কথা বলছে না।

Mar 01, 2025 | 7:32 PM