Bollywood Controversy: এ কী করলেন করণ! আমিরের সামনে হাউ হাউ করে কেঁদে ভাসিয়েছিলেন রানি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 02, 2022 | 10:54 PM

Untold Story: রানি মুখোপাধ্যায়ের সঙ্গে করণ জোহারের সম্পর্ক বেশ ঘনিষ্ট। নির্দিষ্ট ছবির বাইরেও তাঁদের মধ্যে কথা হত সমস্ত বিষয় নিয়ে। তাই রানি মুখোপাধ্যায় বরাবরই সব খবর করণের থেকেই পেতে পছন্দ করতেন।

1 / 5
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল করণের শো-এর কিছু নির্দিষ্ট প্রশ্ন, যা ঘুরে ফিরে প্রতিটা এপিসোডে দেখা যাচ্ছে। সেলেবদের ডেটিং-এর ইতিহাস। সেলেবদের সেক্স এর গোপন ফান্ডা। তাঁদের আগামী প্রজেক্ট। সম্পর্ক কখনও আবার অন্দরমহলের গসিপ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল করণের শো-এর কিছু নির্দিষ্ট প্রশ্ন, যা ঘুরে ফিরে প্রতিটা এপিসোডে দেখা যাচ্ছে। সেলেবদের ডেটিং-এর ইতিহাস। সেলেবদের সেক্স এর গোপন ফান্ডা। তাঁদের আগামী প্রজেক্ট। সম্পর্ক কখনও আবার অন্দরমহলের গসিপ।

2 / 5
তবে একবার সেই বন্ধুত্বে ঘটে ছন্দপতন। কাল হো না হো ছবিতে কাজ করার কথা ছিল রানি মুখোপাধ্যায়ের। সাল ২০০৩, তবে এই ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি। বদলে অফার গিয়েছিল প্রীতি জিন্টার কাছে।

তবে একবার সেই বন্ধুত্বে ঘটে ছন্দপতন। কাল হো না হো ছবিতে কাজ করার কথা ছিল রানি মুখোপাধ্যায়ের। সাল ২০০৩, তবে এই ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি। বদলে অফার গিয়েছিল প্রীতি জিন্টার কাছে।

3 / 5
বয়স ৫৭ বছর। তবুও ছবির বিষয়বস্তু নিয়ে এখনও সব রকমের দিক থেকেই ভাবতে পছন্দ করেন আমির খান। কেবল একপেশে ছবি নয়, ছোটদের জন্যও কাজ করতে ইচ্ছুক তিনি।

বয়স ৫৭ বছর। তবুও ছবির বিষয়বস্তু নিয়ে এখনও সব রকমের দিক থেকেই ভাবতে পছন্দ করেন আমির খান। কেবল একপেশে ছবি নয়, ছোটদের জন্যও কাজ করতে ইচ্ছুক তিনি।

4 / 5
আমির খানকে রানি বলেছিলেন, না, তিনি কষ্ট পাননি ছবিতে প্রীতিকে নেওয়া হয়েছে বলে। তিনি কষ্ট পেয়েছেন তাঁকে কথাটা অন্যের মুখ থেকে জানতে হয়েছিল বলে। আমির খানের সামনে রানি মুখোপাধ্যায় সবটা বলেন।

আমির খানকে রানি বলেছিলেন, না, তিনি কষ্ট পাননি ছবিতে প্রীতিকে নেওয়া হয়েছে বলে। তিনি কষ্ট পেয়েছেন তাঁকে কথাটা অন্যের মুখ থেকে জানতে হয়েছিল বলে। আমির খানের সামনে রানি মুখোপাধ্যায় সবটা বলেন।

5 / 5
এর আগেও ঠিক একই কারণে দীপিকা পাড়ুকোন মুখ ফিরিয়েছেন এই শো থেকে। তাঁকে রণবীর কাপুরের সঙ্গে ডাকা হয়েছিল। কিন্তু কোনও বিতর্কেই যেতে চাননি দীপিকা। অতীতের সম্পর্ক নিয়ে তিনি মন্তব্য করতে নারাজ। সেই কারণেই তিনি করণের শো-তে আসেননি বলেই খবর।

এর আগেও ঠিক একই কারণে দীপিকা পাড়ুকোন মুখ ফিরিয়েছেন এই শো থেকে। তাঁকে রণবীর কাপুরের সঙ্গে ডাকা হয়েছিল। কিন্তু কোনও বিতর্কেই যেতে চাননি দীপিকা। অতীতের সম্পর্ক নিয়ে তিনি মন্তব্য করতে নারাজ। সেই কারণেই তিনি করণের শো-তে আসেননি বলেই খবর।

Next Photo Gallery