সলমন খান, বলিউডের অন্যতম বিবাহযোগ্য পুরুষ, ৫০ পেরিয়েও যাঁর বিয়ের খবর শোনার জন্য প্রহরগুণছে ভক্তমহল। কিন্তু সত্যিই কি ঐশ্বর্যের জন্যই আজও বিয়ে করলেন না তিনি! নাকি পিছনে রয়েছে অন্য রহস্য।
একাধিক শো-তে এসে ব্যক্তগত প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন সেলেবমহল। সেই তালিকা থেকে বাদ পড়েন না কেউই। আর হটসিটে যদি বসে থাকেন সলমন খান, তবে তাঁর ব্যক্তগত জীবনে আলোকপাত হবে না, এটা ধরে নেওয়া ভুল।
সলমন খানের বেডরুমে রয়েছে এক অদ্ভুত রহস্য, আর তা হল, তিনি সিঙ্গল বেডে শুয়ে অভ্যস্ত, কিন্তু কেন! প্রশ্ন করলে তিনি জানান, তাঁর মা বাস্তু মেনে চলেন। আর তা নিজেই জানান সলমন খান।
মায়ের এই বিশ্বাসে কখনও আঘাত দেননি তিনি। আর বাস্তু অনুযায়ী সলমনের ঘরে ডবল বেড রাখা যাবে না, সেই কারণেই কি তিনি অবিবাহিত রয়ে গেলেন! সলমন খানের মন্তব্য শুনেই প্রশ্নে ভরে উঠেছিল নেট দুনিয়া।
সলমন খানের কথায়, তাঁর মা জ্যোতিষে এতটাই বিশ্বাসী যে তিনি মাঝে মধ্যেই দেখেন তাঁর নিজের ঘরের লুক পাল্টে গিয়েছে, বদলে গিয়েছে জিনিসের অবস্থান। বর্তমানে তা সলমনের অভ্যাসে পরিণত হয়েছে।
তবে বিয়ে প্রসঙ্গ উঠলেই তিনি চুপ, সম্পর্কের জল যতদূরই এগিয়ে যাক না কেন, সাত পাকে বাঁধা পড়তে নারাজ তিনি। দেরিতে হলেও তা বোধ হয় ভক্তরা এবার বুঝতে পেরেছে, সেই কারণেই বিয়ে প্রসঙ্গ এখন বেশ কমই ওঠে।