Shah Rukh Khan Gossip: কাজলের বিপরীতে ডিডিএলজে-তে অভিনয় করতে চাননি শাহরুখ, কারণ জানলে অবাক হবেন
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 05, 2022 | 9:28 AM
Movie Gossip: সেই ছবির জন্যই শাহরুখ খানের রোম্যান্টি হিরোর তকমা পাওয়া। তবে আজও কিং খান বুঝতে পারেন না যে, তিনি কেন ফেমাস হয়েছিলেন, তাঁর চরিত্রের জন্য, নাকি তিনি নিজে শাহরুখ খান বলে...!
1 / 6
শাহরুখ খান, মানেই যাঁর সঙ্গে একটাই শব্দ পরিপুরক, তা হল রোম্যান্স। রোম্যান্টিক সুপারস্টার একটা সম কেরিয়ার নিয়ে ঠিক কেমন ভাবনা পোষণ করতেন জানলে অবাক হবেন।
2 / 6
কাজলের সঙ্গে বাজিগর দিয়ে পথ চলা শুরু হলেও, কোথাও গিয়ে যে, কাজলের সঙ্গে তাঁর সম্পর্কটা শুরুতে মোটেও স্বাভাবিক ছিল না। বচসাতে জড়িয়েছেন তাঁরা বারে বারে।
3 / 6
তবে ডিডিএলজে-র মত ছবি কি কেউ হাত ছাড়া করে! হ্যাঁ শাহরুখ খান করতে চেয়েছিলেন। বারে বারে প্রস্তাব আসার সত্ত্বেও তিনি বলেছিলেন তিনি অভিনয় করবেন না এই ছবিতে।
4 / 6
কারণ হিসেবে জানিয়েছিলেন, আমির খান ও সলমন খানের কথা। তিনি চাননি রোম্যান্টিক হিরো হতে। বরং তিনি চেয়েছিলেন, যে তাঁকে সকলে অন্য জ্যঁরে চিনুক। কারণ ততদিনে সলমন ও আমির প্রতিষ্ঠিত।
5 / 6
যদিও ভগ্য ছিল অন্য কাহিনি। এই ছবি করেই শাহরুখ খান রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। কেরিয়ারে এক মাইলস্টোন হয়ে দাঁড়ায় এই ছবি। বারে বারে যা খবরের শিরোনামে ভক্তদের মুখে মুখে উঠে এসেছে।
6 / 6
সেই ছবির জন্যই শাহরুখ খানের রোম্যান্টি হিরোর তকমা পাওয়া। তবে আজও কিং খান বুঝতে পারেন না যে, তিনি কেন ফেমাস হয়েছিলেন, তাঁর চরিত্রের জন্য, নাকি তিনি নিজে শাহরুখ খান বলে...!