786 Significance: ‘৭৮৬’, মুসলিমদের কাছে এই সংখ্যা এত গুরত্বপূর্ণ কেন, জানেন?

786 Significance: ইসলাম ধর্মালম্বীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এই একটা সংখ্যা। ৭৮৬ সংখ্যাটির ইসলাম মতে গুরুত্ব কী? মুসলিম মতে জগতের সর্বময় কর্তা আল্লাহর সঙ্গে কী সম্পর্ক এই সংখ্যার? রইল এই প্রতিবেদনে।

May 08, 2025 | 7:59 PM

1 / 8
মুসলিম ধর্মালম্বী অনেকের বাড়ির দেওয়ালে, বাড়ির দরজার উপরে বা অন্য কোথাও ৭৮৬ সংখ্যাটি লেখা দেখতে পাওয়া যায়। ইসলাম বিশ্বাস অনুসারে এই সংখ্যার মাহাত্ম্য অনেক। অত্যন্ত পবিত্র সংখ্যা এটি বলেও মনে করা হয়।

মুসলিম ধর্মালম্বী অনেকের বাড়ির দেওয়ালে, বাড়ির দরজার উপরে বা অন্য কোথাও ৭৮৬ সংখ্যাটি লেখা দেখতে পাওয়া যায়। ইসলাম বিশ্বাস অনুসারে এই সংখ্যার মাহাত্ম্য অনেক। অত্যন্ত পবিত্র সংখ্যা এটি বলেও মনে করা হয়।

2 / 8
ইসলাম ধর্মালম্বীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এই একটা সংখ্যা। ৭৮৬ সংখ্যাটির ইসলাম মতে গুরুত্ব কী? মুসলিম মতে জগতের সর্বময় কর্তা আল্লাহর সঙ্গে কী সম্পর্ক এই সংখ্যার? রইল এই প্রতিবেদনে।

ইসলাম ধর্মালম্বীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এই একটা সংখ্যা। ৭৮৬ সংখ্যাটির ইসলাম মতে গুরুত্ব কী? মুসলিম মতে জগতের সর্বময় কর্তা আল্লাহর সঙ্গে কী সম্পর্ক এই সংখ্যার? রইল এই প্রতিবেদনে।

3 / 8
৭৮৬ সংখ্যাটির একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। ইসলাম মতে বিশ্বাস, কোরানের সারবর্তা ব্যক্ত করা রয়েছে 'বিসমিল্লাহ হেররহমানির রহিম' মধ্যে। আর ৭৮৬ সেই 'বিসমিল্লাহ হেররহমানির রহিম'কেই ব্যক্ত করে। এটি একটি আরবি বাক্য বন্ধ।

৭৮৬ সংখ্যাটির একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। ইসলাম মতে বিশ্বাস, কোরানের সারবর্তা ব্যক্ত করা রয়েছে 'বিসমিল্লাহ হেররহমানির রহিম' মধ্যে। আর ৭৮৬ সেই 'বিসমিল্লাহ হেররহমানির রহিম'কেই ব্যক্ত করে। এটি একটি আরবি বাক্য বন্ধ।

4 / 8
'বিসমিল্লাহ হেররহমানির রহিম' ছোট করলে দাঁড়ায় ৭৮৬। সেই কারণেই এই সংখ্যা মুসলিম ধর্মালম্বীদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। সেই কারণে কোনও কিছুর আগে 'বিসমিল্লাহ হেররহমানির রহিম' লিখতে ৭৮৬ লেখা হয়।

'বিসমিল্লাহ হেররহমানির রহিম' ছোট করলে দাঁড়ায় ৭৮৬। সেই কারণেই এই সংখ্যা মুসলিম ধর্মালম্বীদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। সেই কারণে কোনও কিছুর আগে 'বিসমিল্লাহ হেররহমানির রহিম' লিখতে ৭৮৬ লেখা হয়।

5 / 8
মনে করা হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম ধর্মালম্বীদের মধ্যে এই সংখ্যার গুরুত্ব সর্বাধিক। নতুন কিছু শুরু করার আগে তাই ৭৮৬ লিখে নেন ধর্মপ্রাণ মুসলিমরা।

মনে করা হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম ধর্মালম্বীদের মধ্যে এই সংখ্যার গুরুত্ব সর্বাধিক। নতুন কিছু শুরু করার আগে তাই ৭৮৬ লিখে নেন ধর্মপ্রাণ মুসলিমরা।

6 / 8
ইউটিউব চ্যানেল পাতাল ঘরের একটি প্রতিবেদন ইনুসারে ৭৮৬ অত্যন্ত পবিত্র সংখ্যা হলেও এই সংখ্যার ব্যবহার কিন্তু মুসলিম ধর্মগুরু হজরত মহম্মদের সময়ে শুরু নয়। বরং তার অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল ৭৮৬ ব্যবহার। ভারত এবং পাকিস্তানের মুসলিমদের মধ্যে এই সংখ্যার ব্যবহারের চল রয়েছে।

ইউটিউব চ্যানেল পাতাল ঘরের একটি প্রতিবেদন ইনুসারে ৭৮৬ অত্যন্ত পবিত্র সংখ্যা হলেও এই সংখ্যার ব্যবহার কিন্তু মুসলিম ধর্মগুরু হজরত মহম্মদের সময়ে শুরু নয়। বরং তার অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল ৭৮৬ ব্যবহার। ভারত এবং পাকিস্তানের মুসলিমদের মধ্যে এই সংখ্যার ব্যবহারের চল রয়েছে।

7 / 8
ধর্মীয় বিশ্বাস অনুসারে কোনও কাজ শুরু করার আগেই আল্লাহর নাম নেওয়া উচিত। তিনিই এই সংসারের রক্ষা কর্তা। তাই 'বিসমিল্লাহ হেররহমানির রহিম' বলা হয়।  যদিও এই সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে।

ধর্মীয় বিশ্বাস অনুসারে কোনও কাজ শুরু করার আগেই আল্লাহর নাম নেওয়া উচিত। তিনিই এই সংসারের রক্ষা কর্তা। তাই 'বিসমিল্লাহ হেররহমানির রহিম' বলা হয়। যদিও এই সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে।

8 / 8
প্রসঙ্গত, ৭৮৬ মতোই পবিত্র 'কলমা' মুসলিম ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি সংখ্যা। ইসলাম বিশ্বাস অনুসারে আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নয়। একমাত্র আল্লাহর উপাসনা করা উচিত। প্রফেট মহম্মদ হলেন আল্লাহর বার্তাবাহক। আল্লাহর বার্তা আমাদের কাছে পৌঁছে দেন তিনিই।

প্রসঙ্গত, ৭৮৬ মতোই পবিত্র 'কলমা' মুসলিম ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি সংখ্যা। ইসলাম বিশ্বাস অনুসারে আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নয়। একমাত্র আল্লাহর উপাসনা করা উচিত। প্রফেট মহম্মদ হলেন আল্লাহর বার্তাবাহক। আল্লাহর বার্তা আমাদের কাছে পৌঁছে দেন তিনিই।