Bangla NewsPhoto gallery Why will Virat Kohli and Anushka Sharma will never announce their second pregnancy
Virat Kohli-Anushka Sharma: …আর ঠিক এই কারণেই তাঁদের দ্বিতীয় প্রেগন্যান্সির কথা ঘোষণা করবে না বিরাট-অনুষ্কা?
Virat Kohli-Anushka Sharma Pregnancy: ০২০ সালে করোনার সময় জানা যায়, অন্তঃসত্ত্বা হয়েছেন অনুষ্কা। সেই সময় তাঁরা অন্তঃসত্ত্বা হওয়ার খবর জনসমক্ষে এনেছিলেন। জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান ভামিকা। এখনও পর্যন্ত ভামিকার আসল চেহারা জনগণকে দেখাননি বিরাট-অনুষ্কা কেউই। তাঁরা চান না অযাচিতভাবে লাইমলাইটে চলে আসুক ভামিকা। সন্তানকে স্বাভাবিক শৈশব দিতে চান তাঁরা। ২০২৩ সালে ফের অন্তঃসত্ত্বা অনুষ্কা।