
এই বছর একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই তালিকায় যেমন গুজরাট রয়েছে সেরকম রয়েছে হিমাচল প্রদেশও। ৬৮ বিধানসভা আসন সমন্বিত হিমাচল বিধানসভায় নভেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এখন থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে।

গুজরাটের মতো হিমাচল প্রদেশেও কংগ্রেসের দ্বন্দ্ব প্রকাশ্যে। নির্বাচনের আগেই কংগ্রেসে ভাঙন। সম্প্রতি দুই কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে কংগ্রেসের বর্ষীয়ান নেতা আনন্দ শর্মাকেও বেসুরো শোনা গিয়েছিল। সম্প্রতি তিনি দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

তবে এদিকে দলের ভাঙন রুখতেও তৎপর কংগ্রেস। ইতিমধ্যে আগামী বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রার্থী নির্বাচন শুরু করেছে কংগ্রেস।

কংগ্রেসের তরফে অগস্টের শেষে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের মূল পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।

এদিকে হিমাচল প্রদেশে ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে আপ। সেখানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গিয়ে নির্বাচনী জনসভাও করেছেন।