দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। শাহরুখ ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, এই ব্লকবাস্টার ছবি কি আবারও ফেরাবে শাহরুখ ঝড় বক্স অফিসে! শেষের দিকে বেশ কয়েকটি ফ্লপ ঘিরে মন খারাপ দেখা দিলেও সকলেই আশায় বুক বাঁধছে আসন্ন ছবি ঘিরে।
তবে শাহরুখ খানের ভাগ্যে কী রয়েছে! ভাগ্য কি আবারও সুপারস্টারের দাপট ফিরিয়ে আনতে পারবে! না কি শত চেষ্টার পরও আরও এক ফ্লপ ছবি আসতে চলেছে জানুয়ারি ২০২৩-এ। সদ্য এই নিয়ে ভবিষ্যতবাণী করলেন সেলেব জ্যোতিষবিদ পন্ডিত জগন্নাথ গুরুজি।
ছবির পরিচালকের কথায় এই ছবিকে তিনি এমন ভাবে সাজাতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। এই ধরনের অ্যাকশন থেকে শুরু করে উপস্থাপনা, সবটাতেই মুগ্ধ হবে ভক্তমহল।
তারওপর দীপিকা-শাহরুখ জুটি বলে কথা, এর আগেই যাঁরা সুপারহিট জুটি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। তবে ভাগ্য গণনায় কি এবার অন্য সুর! না, জ্যোতিষবিদ জানালেন, এই ছবি ব্যপক হারে সাফল্য অর্জন করবে। এক কথায় যাকে বলে সুপার সুপার হিট।
এই ছবি শাহরুখ খানকে সুপারহিটের তালিকাতে আবারও ফিরিয়ে আনবে। এই ছবি নিয়ে ব্যপক চর্চা, আর তা বজায় রেখেই শাহরুখ খান জীবনের সেরার সেরা অভিনয় এখানে প্রদর্শণ করতে চলেছেন।
কইমই ডট কম-কে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুজি জানান, শাহরুখ খানের জীবনের এটা অন্যতম সেরা ছবি হতে চলেছে। ভক্তরা ঠিক তেমনটাই আশা করে রয়েছে, তার ওপর গুরুজির এই ভবিষ্যতবাণী এক কথায় বলতে গেলে ছবির প্রতি খিদে আরও একধাপ বাড়িয়ে দিল।