
অনূর্ধ্ব ১৯ ক্রিকেটেই শুধু নয়, সিনিয়র দলেও। প্রয়োজনে বল হাতে দেখা যেত বিরাট কোহলিকেও। এখন সেটা চমকের পর্যায়ে পৌঁছেছে। (ছবি: টুইটার)

কালে-ভদ্রে বোলিং করতে দেখা যায় বিরাট কোহলিকে। এশিয়া কাপে গ্রুপ পর্বে হংকংয়ের বিরুদ্ধে বোলিং করেছেন বিরাট কোহলি। দীর্ঘ ছ বছর পর বোলার বিরাটকে দেখে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল। (ছবি: টুইটার)

আন্তর্জাতিক টি ২০ তে এখনও অবধি ১৩ ম্যাচে বোলিং করেছেন বিরাট কোহলি। উইকেট নিয়েছেন ৪ টি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮ উইকেট। (ছবি: টুইটার)

মোহালির নেটে নজর কাড়লেন বোলার বিরাট কোহলিও। যা নিয়ে পঞ্জাব ক্রিকেট সংস্থার মজার পোস্ট, দেখুন এই ম্যাচে কে বোলিং ওপেন করবেন...। (ছবি: টুইটার)

রবিবার সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, বিরাট কোহলি তৃতীয় ওপেনার। বিশ্বকাপেও ওপেন করতে দেখা যেতে পারে। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করেই শতরানের খরা কাটিয়েছেন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলার বিরাট কোহলিকেও কি নিয়মিত দেখা যাবে? (ছবি: টুইটার)