TV9 Bangla Digital | Edited By: megha
Nov 03, 2022 | 3:24 PM
ত্বকের যত্নে রেড ওয়াইন এখন 'টক অফ দ্য টাউন'। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর রেড ওয়াইন ত্বকের অনেক সমস্যাই সমাধান করতে পারে। পাশাপাশি চুলের সমস্যাতেও ব্যবহার করা যায় রেড ওয়াইন।
ব্রণর সমস্যা দূর করতে রেড ওয়াইন ব্যবহার করতে পারেন। রেড ওয়াইনের মধ্যে রেজ়ভেরাট্রল নামের একটি রাসায়নিক উপাদান রয়েছে। এটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে।
রেড ওয়াইন অক্সিডেটিভ চাপ কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে। এই পানীয়ের মধ্যে পলিফেনল নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে বিশেষ কার্যকরী।
ত্বককে ভাল রাখতে ত্বক এক্সফোলিয়েট করা জরুরি। এক্ষেত্রেও রেড ওয়াইন দারুণ কার্যকরী। রেড ওয়াইন ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর করে দেয়। রেড ওয়াইনের সঙ্গে ওটমিলের গুঁড়ো মিশিয়েও ত্বক স্ক্রাব করতে পারেন।
সূর্যের ক্ষতিকারক রশ্মি ত্বক পুড়িয়ে দিয়েছে? রোদের পোড়া দাগের উপর তুলোয় করে রেড ওয়াইন লাগান। এতে ত্বকের জ্বালাভাব কমে যাবে। পাশাপাশি ত্বকের ট্যান উঠে যাবে।
চুলেও উজ্জ্বলতা এনে দেয় রেড ওয়াইন। চুল পড়া, খুশকির সমস্যা, স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি ইত্যাদিতে রেড ওয়াইন ভীষণ কার্যকর। চুলে রেড ওয়াইনের হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।