Winter Trips: মাত্র ৫ হাজার টাকার মধ্যেই পূরণ হবে কাশ্মীর থেকে কন্যাকুমারী দেখার স্বপ্ন! দেখে নিন…
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 05, 2022 | 11:32 AM
Cheap Destinations in India: বেড়াতে যাওয়া মানেই গুচ্ছের টাকা নষ্ট করা, এমনটা অনেকেই ভাবেন। কিন্তু সস্তায়, কম বাজেটেও ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অসাধারণ সুন্দর গন্তব্যস্থলগুলিতে ভ্রমণ করা সম্ভব।
1 / 8
বাজেট কি সীমিত? ভ্রমণ যে সবসময় ব্য়য়বহুল হতে হবে এমন মাথার দিব্বি কেউ দেয়নি। তাই নিজের সঞ্চিত অর্থ ব্যয় করে প্রয়োজনের চেয়ে বেশি খরচ করার অর্থ হয় না। অনেকেই ভ্রমণের আগে অঢেল পোশাক-খাবার কেনেন। যদি ভ্রমণই আপনার মুখ্য হয়, তাহলে সেদিকেই দৃষ্টিপাত করা উচিত।
2 / 8
বেড়াতে যাওয়া মানেই গুচ্ছের টাকা নষ্ট করা, এমনটা অনেকেই ভাবেন। কিন্তু সস্তায়, কম বাজেটেও ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অসাধারণ সুন্দর গন্তব্যস্থলগুলিতে ভ্রমণ করা সম্ভব। এমনকি মাত্র পাঁচ হাজার টাকাতেও চুটিয়ে ভ্রমণ করা যায়। কোথায় কোথায় যাবেন, তা দেখে নিন...
3 / 8
ঋষিকেশ, উত্তরাখণ্ড: পবিত্র গঙ্গার তীরে শান্ত, নিরিবিলি ও ভারতীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্যস্থল হল ঋষিকেশ। শুধু ভ্রমণই নয়, এখানে হোয়াইট ওয়াটার রাফটিংয়ের জন্যও বিখ্যাত। দিল্লি থেকে মাত্র ২২৫ কিমি দূরে এই শহরে থাকা-খাওয়ায় বিশেষ খরচ নেই। বাসে যেতে খরচ পড়বে মাত্র ২০০টাকা। একদিনে হোটেলের রুম ভাড়া ১৫০ টাকার মধ্যেও পেয়ে যাবেন।
4 / 8
ক্যাসোল, হিমাচল প্রদেশ: হিমালয়ের বুকে সুন্দর একটি অসাধারণ মনোরম ও নৈসর্গিক প্রাকতিক সৌন্দর্যে ভরপুর জায়গার নাম হল ক্য়াসোল গ্রাম। ঠান্ডা আবহাওয়ায় হিপি স্টাইলের রেস্তোরাঁ ও বারগুলিতে ভিড় থাকে সবচেয়ে বেশি। মাত্র ৪০০টাকাতেই পৌঁছে যেতে পারবেন এখানে। থাকার খরচও সামান্য।
5 / 8
বারাণসী, উত্তর প্রদেশ: বছরের পর বছর ধরে পর্য়টকদের প্রাণের শহর হয়ে দাঁড়িয়েছে এই প্রাচীন শহরটি। ঐতিহ্যপূর্ণ ও প্রাচীন ভারতকে চেনার জন্য এই শহরের বিশেষ খরচ নেই। সস্তায় খাবার, হোটেল ভাড়া ও যাতায়াতের খরচ রয়েছে বাজেটের মধ্যেই। প্রতিদিন ২০০টাকার কম খরচেও হোটেল রুম পেয়ে যেতে পারেন।
6 / 8
কন্য়াকুমারী, তামিলনাড়ু: ত্রিভান্দ্রম থেকে মাত্র ৮৫ কিমি দূরে অবস্থিত। দক্ষিণভারতে ভ্রমণের সুযোগ পেলে কন্যাকুমারী যেতে ভুলবেন না যেন। সমুদ্রের বুকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার যে অপরূপ মায়া তৈরি হয় সারা আকাশজুড়ে, তা না দেখলে বাঙালির জীবনটাই বৃথা হয়ে যাবে। আর রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার হাতছানি। ত্রিভান্দ্রম থেকে বাসে এলে ভাড়া পড়বে মাত্র ২৫০ টাকা। এছাড়া হোটেলের রুম ৮০০টাকা মধ্যে পেয়ে যাবেন।
7 / 8
হাম্পি, কর্ণাটক: সারা বিশ্বের পর্যটকের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্যস্থল। এ শহর ধ্বংসাবেশেষের শহর নামেও পরিচিত। ভারতের পেট্রা বলেও অনেকে ব্যাখ্যা করেন। তুঙ্গভদ্রা নদীর দুই তীরে অবস্থিত হাম্পি দেখার মত। রোমাঞ্চকর বাজেট-বান্ধব ভ্রমণের জন্য হাম্পি হল সেরা অপশন।
8 / 8
বিনসার, উত্তরাখণ্ড: রাজধানী থেকে মাত্র ৯ ঘণ্টার দূরে অবস্থিত। বিখ্যাত বিনসার বন্যপ্রাণী অভয়ারণ্যের আবাসস্থল, ৯০-এর দশকের শেষের দিকে এই অপূর্বসুন্দর জায়গায় পাখিদের একটি এলাকা বলে ঘোষণা করা হয়েছে। দিল্লি থেকে কাঠগোদাম পর্যন্ত ট্রেনে যেতে পারেন। খরচ কমাতে লোকাল বাস বা শেয়ার্ড ট্যাক্সিও নিতে পারেন।