Premier League: নতুন বছরে হার জুটল রোনাল্ডোর ম্যান ইউয়ের কপালে
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) মুখে নেমেছিল উলভস (Wolves)। অধিনায়কের আর্মব্যান্ড পরে এ দিনের ম্যাচে খেলতে নেমেছিলেন সিআর সেভেন। কিন্তু তাঁর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ড্র দিয়ে শেষ হতে চলা ম্যাচের মোড় শেষ অবধি ঘুরিয়ে দেন জোয়াও মৌতিনহো। এবং শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উলভস। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবলরে সাত নম্বরে রয়েছে ম্যান ইউ। সম সংখ্যক ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে উলভস।