Women’s Day 2022: বিয়ে হোক বা শেষযাত্রা, অন্তঃসত্ত্বা বা প্রেমকাহিনি, ছক ভেঙে ভাইরাল বি-টাউন সেলেবরা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 08, 2022 | 8:07 PM

Bollywood Celebrities: সমাজের ধ্যান-ধারনা থেকে চিরাচরিত ন্যায় নীতি, ছক ভেঙে বি-টাউন তারকাদের বাজিমাত।

1 / 6
ভুমি পেডনেকর- ভুমি পেডনেকর, যিনি প্রথম বিটাউনে পা রেখেছিলেন স্লিম-সুন্দরী ধ্যান-ধারনা ভেঙে।

ভুমি পেডনেকর- ভুমি পেডনেকর, যিনি প্রথম বিটাউনে পা রেখেছিলেন স্লিম-সুন্দরী ধ্যান-ধারনা ভেঙে।

2 / 6
এই দেখে কী প্রতিক্রিয়া দিলেন রণবীর সিং, প্রশ্ন করা হয়েছিল দীপিকাকে। তাঁর কথায় রণবীর গর্ব বোধ করেন দীপিকার অভিনয় দেখে। তাঁকে প্রতিটা পদে পদে উৎসাহ দেন।

এই দেখে কী প্রতিক্রিয়া দিলেন রণবীর সিং, প্রশ্ন করা হয়েছিল দীপিকাকে। তাঁর কথায় রণবীর গর্ব বোধ করেন দীপিকার অভিনয় দেখে। তাঁকে প্রতিটা পদে পদে উৎসাহ দেন।

3 / 6
বর্তমানে সেই জল্পনা অতীত। তবে আলিয়ার কাছে রণবীর আছে, সেই আক্ষেপ নেই সেলেবের। তবে মনের মত যদি কোনও চরিত্র থেকে থাকে, সেটাই রয়েছে আলিয়ারই ঝুলিতে।

বর্তমানে সেই জল্পনা অতীত। তবে আলিয়ার কাছে রণবীর আছে, সেই আক্ষেপ নেই সেলেবের। তবে মনের মত যদি কোনও চরিত্র থেকে থাকে, সেটাই রয়েছে আলিয়ারই ঝুলিতে।

4 / 6
তিনি কেরিয়ার শেষ করে দেবেন, জাহ্নবীর তখন প্রথম বিটাউনে পা, অর্জুনকে সাবধান করেছিলেন বনি কাপুর। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘর ভাঙে আর্বাজের। বাড়ি থেকে বেড়িয়ে আসেন মালাইকা।

তিনি কেরিয়ার শেষ করে দেবেন, জাহ্নবীর তখন প্রথম বিটাউনে পা, অর্জুনকে সাবধান করেছিলেন বনি কাপুর। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘর ভাঙে আর্বাজের। বাড়ি থেকে বেড়িয়ে আসেন মালাইকা।

5 / 6
মন্দিরা বেদি- স্বামীর মুখাগ্নি থেকে শুরু করে শেষকৃত্যের কাজ, কোনও পুরুষ নয়, তিনি নিজেই যথেষ্ঠ, গুরুভার কাঁধে নিয়ে সমাজের মুখে সপাট জবাব মন্দিরার।

মন্দিরা বেদি- স্বামীর মুখাগ্নি থেকে শুরু করে শেষকৃত্যের কাজ, কোনও পুরুষ নয়, তিনি নিজেই যথেষ্ঠ, গুরুভার কাঁধে নিয়ে সমাজের মুখে সপাট জবাব মন্দিরার।

6 / 6
করিনা কাপুর- করিনা কাপুর খান, অন্তঃসত্ত্বা মানেই কেরিয়ান নষ্ট, বা চেহারা নষ্ট মোটেও তা নয়, বরং ব়্যাম্পে ঝড় তোলা পারফর্ম করেছিলেন তিনি তৈমুর জন্মের ঠিক আগেই।

করিনা কাপুর- করিনা কাপুর খান, অন্তঃসত্ত্বা মানেই কেরিয়ান নষ্ট, বা চেহারা নষ্ট মোটেও তা নয়, বরং ব়্যাম্পে ঝড় তোলা পারফর্ম করেছিলেন তিনি তৈমুর জন্মের ঠিক আগেই।

Next Photo Gallery