World Cup Qualifiers: আর্জেন্টিনার গোলশূন্য ড্র

আজ, শুক্রবার ভোররাতে কাতার বিশ্বকাপের বাছাই ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা (Argentina) ও প্যারাগুয়ে (Paraguay)। সেই ম্যাচের ফলাফল গোলশূন্য ড্র। তবে লিওনেল স্কালোনির কোচিংয়ে টানা ২৩ ম্যাচ অপরাজিত লিওনেল মেসিরা (Lionel Messi)। কিন্তু ২০১৯ সালের জুন মাসের পর থেকে এই প্রথম বার আর্জেন্টিনা গোল পেল না।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 08, 2021 | 4:20 PM

1 / 4
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের মাঠে প্যারাগুয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা। (ছবি-সিলেকশন আর্জেন্টিনা টুইটার)

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের মাঠে প্যারাগুয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা। (ছবি-সিলেকশন আর্জেন্টিনা টুইটার)

2 / 4
টার)
২. আক্রমণ-প্রতিআক্রমণে বার বার দুই দল উঠলেও শেষ পর্যন্ত গোলের দর্শন মেলেনি দুই দলেরই।(ছবি-সিলেকশন আর্জেন্টিনা টুইটার)

টার) ২. আক্রমণ-প্রতিআক্রমণে বার বার দুই দল উঠলেও শেষ পর্যন্ত গোলের দর্শন মেলেনি দুই দলেরই।(ছবি-সিলেকশন আর্জেন্টিনা টুইটার)

3 / 4
৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দু'নম্বরে রয়েছেন ডি মারিয়ারা। (ছবি-টুইটার)

৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দু'নম্বরে রয়েছেন ডি মারিয়ারা। (ছবি-টুইটার)

4 / 4
আর্জেন্টিনা ১০ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচে খেলবে।(ছবি-সিলেকশন আর্জেন্টিনা টুইটার)

আর্জেন্টিনা ১০ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচে খেলবে।(ছবি-সিলেকশন আর্জেন্টিনা টুইটার)