মহাকুম্ভে মহা যানজট। প্রয়াগরাজ ঢোকা তো দূর হস্ত, সঙ্গমনগরীর প্রায় ৩০০ কিলোমিটা আগে থেকে শুরু হয়ে গিয়েছে লম্বা জ্যাম। সেই জ্যাম এমনই ভয়ানক যে মাত্র ২ কিলোমিটার রাস্তা এগোতেই সময় লেগে যাচ্ছে প্রায় ২ ঘন্টা।
উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাইরে মহা কুম্ভে যাওয়ার ট্র্যাফিক জ্যাম প্রায় ২০০-৩০০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ এই মহাকুম্ভ। তাই সেখানে যাওয়ার জন্য, পুণ্যস্নান করার জন্য ছুটে আসছেন দেশ-বিদেশ থেকে অগুনতি ভক্তকুল।
সেই কারণে তৈরি হয়েছে মারাত্মক ট্র্যাফিক জ্যাম। রবিবার মধ্যপ্রদেশ পুলিশকে বেশ কয়েকটি জেলায় যান চলাচল বন্ধ করতে বাধ্য করেছে এই বিশাল জ্যাম। একদিন আগে, মধ্যপ্রদেশ থেকে প্রয়াগরাজের দিকে যাওয়া শত শত গাড়ি থমকে দাঁড়িয়ে গিয়েছিল তীব্র যানজটের কারণে। কাটনি জেলার পুলিশ জ্যাম নিয়ন্ত্রণের জন্য সোমবার অবধি যান চলাচল বন্ধ করে দেয়। মাইহার পুলিশ গাড়ি নিয়ে ইউটার্ন করে কাটনি এবং জবলপুরের দিকে ফিরে যেতেও বলে।
পুলিশ জানায়, "প্রয়াগরাজের দিকে যাওয়া অসম্ভব, কারণ ২০০-৩০০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।" সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ কিছু ভিডিয়োয় দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের কাটনি, মাইহার এবং রেওয়া জেলা জুড়ে রাস্তায় হাজার হাজার গাড়ি-ট্রাকের লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এমনকি নেটিজেনরা এটিকে "বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম" বলেও অভিহিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে রেওয়া জেলার চাকঘাটে কাটনি থেকে মধ্য প্রদেশ-উত্তর প্রদেশ সীমান্ত পর্যন্ত ২৫০ কিলোমিটার অঞ্চল জুড়ে প্রসারিত বিশাল যানজট ছিল। তাঁদের দাবি কয়েক ঘন্টা ধরে রাস্তায় আটকে রয়েছেন ভক্তরা।
রেওয়া জোনের ইনচার্জ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সাকেত প্রকাশ পান্ডে জানান, রবিবারে ব্যপক ভিড়ের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি দু'এক দিনের মধ্যেই সহজ হয়ে যাবে। তিনি জানান মধ্য প্রদেশ পুলিশ প্রয়াগরাজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানবাহন চলাচলের অনুমতি দিচ্ছে।
রেওয়া জেলা প্রশাসনের তরফে জানানো হয়, প্রয়াগরাজগামী তীর্থযাত্রীদের সংখ্যা কমছে না, সে কারণেই রেওয়া-প্রয়াগরাজ রুটে দীর্ঘ যানবাহনের চাপ তৈরি হচ্ছে। রেওয়া জেলা প্রশাসন অফিস এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, চকঘাটের বাইরে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে এবং অন্যান্য আরও জায়গায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সংবাদমাধ্যম পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, "প্রয়াগরাজ সংলগ্ন রাজ্যের এলাকাগুলিতে, বিশেষ করে রেওয়াঞ্চালে ট্র্যাফিকের উপর চাপ রয়েছে। সাধারণ মানুষ অন্যান্য রাজ্য থেকেও ছুটে আসছেন। আমি সবাইকে অনুরোধ করছি আগামী কয়েক দিন প্রয়াগরাজের দিকে না এগিয়ে যে যেখানে আছেন সেখানে অপেক্ষা করুন।"
তিনি আরও বলেন, "আমরা সৌভাগ্যবান মহা কুম্ভে এত বেশি তীর্থযাত্রী আসছেন। আমরা তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।" তিনি আরও জানান, যে রাজ্য সরকার এই সব রুটে ভ্রমণকারী তীর্থযাত্রীদের জন্য খাবার, জল এবং অন্যান্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করেছে এবং সামাজিক সংস্থাগুলিও কাজ করছে।
মোহন যাদব বলেন, "আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি। গুগলে চেক করুন। যদি রাস্তা পরিষ্কার থাকে, তবেই এগিয়ে যান। যদি পথে অসুবিধা হয়, তাহলে একটি উপযুক্ত জায়গায় থামুন এবং অপেক্ষা করুন" যদিও ১১ ঘন্টার মধ্যে এই বিশাল জ্যামের অনেকটাই কাটিয়ে ফেলতে পেরেছে প্রশাসন।