Worlds Deadliest Beaches: বিশ্বের বিপজ্জনক সমুদ্রসৈকত কোনগুলি, জানেন?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 26, 2021 | 5:45 PM

সমুদ্র আপনার যদি প্রিয় হয়, তাহলে সৈকত সম্বন্ধে আপনার ধারণা একেবার স্বচ্ছ। সানবাথ, বিশ্রাম নেওয়া, নারকেলের জল খেতে খেতে সমুদ্রের মনোরম পরিবেশে সময় কাটানো, স্ট্রেস কমাতে, পার্টনারের সঙ্গে একান্তে সময় কাটাতে সমুদ্র সৈকতের কোনও তুলনা হয় না।

1 / 7
হাওয়াই থেকে নামিবিয়া, ভারত থেকে অস্ট্রেলিয়া পর্য়ন্ত কিছু ভয়ংকর সৈকতের সন্ধান রয়েছে। এছাড়া কয়েকটি সৈকতে বিপজ্জনক হাঙরের তাণ্ডব. আবার কোথাও মারাত্মক ঢেউ।

হাওয়াই থেকে নামিবিয়া, ভারত থেকে অস্ট্রেলিয়া পর্য়ন্ত কিছু ভয়ংকর সৈকতের সন্ধান রয়েছে। এছাড়া কয়েকটি সৈকতে বিপজ্জনক হাঙরের তাণ্ডব. আবার কোথাও মারাত্মক ঢেউ।

2 / 7
বিশ্বের এমন সুন্দর সুন্দর সমুদ্র সৈকত রয়েছে, যেখানে লুকিয়ে রয়েছে মৃত্যুফাঁদ। সেগুলি কোথায় কোথায় অবস্থিত, তা দেখে নিন একনজরে...

বিশ্বের এমন সুন্দর সুন্দর সমুদ্র সৈকত রয়েছে, যেখানে লুকিয়ে রয়েছে মৃত্যুফাঁদ। সেগুলি কোথায় কোথায় অবস্থিত, তা দেখে নিন একনজরে...

3 / 7
হানাকাপিয়াই বিচ, হাওয়াই- এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সৈকতগুলির মধ্যে একটি। তাই সৌন্দর্য দেখে তা ভুলে যাবেন না। উজ্জ্বল সোনালি বালির মধ্যেই মৃত্যুফাঁদ লুকিয়ে রয়েছে। এখানে বিশাল বিশাল ঢেউ। ঢেউয়ের জলের টানে দক্ষ সাঁতারুকেও জলের অতলে টেনে নিয়ে যায়।

হানাকাপিয়াই বিচ, হাওয়াই- এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সৈকতগুলির মধ্যে একটি। তাই সৌন্দর্য দেখে তা ভুলে যাবেন না। উজ্জ্বল সোনালি বালির মধ্যেই মৃত্যুফাঁদ লুকিয়ে রয়েছে। এখানে বিশাল বিশাল ঢেউ। ঢেউয়ের জলের টানে দক্ষ সাঁতারুকেও জলের অতলে টেনে নিয়ে যায়।

4 / 7
দুমাস সৈকত, ভারত- দিনের বেলায় সাধারণ সৈকতের মতো দেখায়, কিন্তু সূর্যাস্তের পরই সৈকত শয়তান আত্মাদের স্বর্গ হয়ে যায়। তাই দিনের আলোয় সৈকতে ঘুরতে গেলেও সন্ধের পর কেউ এই বিচের দিকে পা বাড়ান না। অনেকে অভিজ্ঞতার জন্য রাতে বিচে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা কেউই শেষ পর্যন্ত সফল হননি।

দুমাস সৈকত, ভারত- দিনের বেলায় সাধারণ সৈকতের মতো দেখায়, কিন্তু সূর্যাস্তের পরই সৈকত শয়তান আত্মাদের স্বর্গ হয়ে যায়। তাই দিনের আলোয় সৈকতে ঘুরতে গেলেও সন্ধের পর কেউ এই বিচের দিকে পা বাড়ান না। অনেকে অভিজ্ঞতার জন্য রাতে বিচে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা কেউই শেষ পর্যন্ত সফল হননি।

5 / 7
কঙ্কাল উপকূল, নামিবিয়া- এই সৈকতের চতুর্দিকে ভগ্ন জাহাজের কাঠামো চোখে রড়বে। সৈকত এলাকায় প্রায় ১১টি প্রজাতির হাঙ্গরের বাসস্থান রয়েছে। এছাড়া মৃত্যুকে সামনে থেকে দেখতে হলে কখনও কখনও হায়না, সিংহের মতো হিংস্র জানোয়ারের দেখা মিলতে পারে।

কঙ্কাল উপকূল, নামিবিয়া- এই সৈকতের চতুর্দিকে ভগ্ন জাহাজের কাঠামো চোখে রড়বে। সৈকত এলাকায় প্রায় ১১টি প্রজাতির হাঙ্গরের বাসস্থান রয়েছে। এছাড়া মৃত্যুকে সামনে থেকে দেখতে হলে কখনও কখনও হায়না, সিংহের মতো হিংস্র জানোয়ারের দেখা মিলতে পারে।

6 / 7
নিউ স্মির্না বিচ, ফ্লোরিডা- শান্তিপূর্ণ পরিবেশের প্রলোভনে পা বাড়ানোই ভাল। এই সমুদ্র সৈকত হল ফ্লোরিডার একটি সুন্দর সমুদ্র সৈকত, যেখানে প্রতিবছর হাঙ্গরের আক্রমণে বহু মানুষ আক্রান্ত হোন। এমনকি বহু মানুষ মারাও গিয়েছেন।

নিউ স্মির্না বিচ, ফ্লোরিডা- শান্তিপূর্ণ পরিবেশের প্রলোভনে পা বাড়ানোই ভাল। এই সমুদ্র সৈকত হল ফ্লোরিডার একটি সুন্দর সমুদ্র সৈকত, যেখানে প্রতিবছর হাঙ্গরের আক্রমণে বহু মানুষ আক্রান্ত হোন। এমনকি বহু মানুষ মারাও গিয়েছেন।

7 / 7
গান্সবাই বিচ, দক্ষিণ আফ্রিকা- ভয়ংকর হাঙ্গরদের বাসস্থান। ডিপ ব্লু সি সিনেমা দেখেছেন হয়তো। এই সৈকতের পা রাখা মাত্রই আপনি হাঙ্গরের টার্গেট হয়ে যেতে পারেন। এই বিচ এতটাই ভয়ংকর যে প্রতিদিন সৈকতের একেবারে কাছেই হাঙ্গরের দেখা মেলে।

গান্সবাই বিচ, দক্ষিণ আফ্রিকা- ভয়ংকর হাঙ্গরদের বাসস্থান। ডিপ ব্লু সি সিনেমা দেখেছেন হয়তো। এই সৈকতের পা রাখা মাত্রই আপনি হাঙ্গরের টার্গেট হয়ে যেতে পারেন। এই বিচ এতটাই ভয়ংকর যে প্রতিদিন সৈকতের একেবারে কাছেই হাঙ্গরের দেখা মেলে।

Next Photo Gallery
সুস্মিতার ভাইয়ের স্ত্রী চারুর বেবি শাওয়ার, কী ভাবে চারুকে বরণ করলেন সুস্মিতা?
Pizza: বিশ্ব জুড়ে পিৎজার জুড়ি মেলা ভার! দেখে নিন পৃথিবী কোথায় কোথায় পাওয়া যায় সেরা পিৎজা