ইটালির ল্যামন্ট মার্সেল জ্যাকবস (Lamont Jacobs) নামটার সঙ্গে সকলেই পরিচিত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে উসেইন বোল্টের উত্তরাধিকার বলা হচ্ছে তাঁকে। টোকিও অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতেছেন তিনি। সেই জ্যাকবসই এ বার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। চার বছর ধরে ডেটিং করার পর মডেল বান্ধবী নিকোলা ডাজার (Nicole Daza) সঙ্গে বিয়ে করলেন জ্যাকবস। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)
সমুদ্রকে সাক্ষী রেখে জ্যাকবস-নিকোলার চার হাত এক হল। জাঁক জমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের সদস্যরা। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)
ইতালির লেক গ্রাডা-তে জ্যাকবস ও নিকোলার বিয়ের অনুষ্ঠান হয়েছে। বছর ২৯ এর নিকোলা বোটে চড়ে জ্যাকবের সঙ্গে বিয়ে করতে আসেন। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)
নিকোলার থেকে বয়সে বছর দুয়েকের ছোট জ্যাকবস। তাতে কী আসে যায়! প্রেমের বন্ধনই তো আসল। জ্যাকবস-নিকোলার বিয়ের সাজ সরঞ্জাম করা হয়েছিল বেশ রোম্যান্টিকভাবে। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)
উল্লেখ্য, টোকিও অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতেছেন ইতালির ল্যামন্ট মার্সেল জ্যাকবস। (ছবি-টুইটার)