TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 31, 2021 | 8:45 PM
সুন্দর হাসির জন্য সারা বিশ্বের মন জয় করেছেন অনাহিতা।
লাদাখের সাংসদ একবার অনাহিতার একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ইরানের ইসফাহানের বাসিন্দা অনাহিতা হাশেমজাদে।
তাঁর বয়স মোটে ৪। ২০১৬ সালের ১০ জানুয়ারি তাঁর জন্ম হয়।
অনাহিতার ইনস্টাগ্রামে রয়েছে ৬,৩৫,০০০ ফলোয়ার। অ্যাকাউন্টে ছবি আপলোড করেন তার মা।
প্রতিনিয়ত তার মা ছবি পোস্ট করেন। মুহূর্তের মধ্যে তাতে হাজার হাজার লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।
ইনস্টাগ্রামে অনাহিতার বায়োতে লেখা, 'বেবি মডেল'।
নেটিজেনরা তাঁকে 'প্রীতি জিন্টার ছোটবেলা' বলেছেন।
পৃথিবীর অন্যতম সেরা কিউট বাচ্চাদের তালিকায় অনাহিতা।