পৃথিবীর অন্যতম সেরা বাচ্চা; জানুন অনাহিতার আসল পরিচয়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 31, 2021 | 8:45 PM

অনাহিতা হাশেমজাদে। ৪ বছরের এই শিশু এখন ইন্টারনেট সেনসেশন।

1 / 9
সুন্দর হাসির জন্য সারা বিশ্বের মন জয় করেছেন অনাহিতা।

সুন্দর হাসির জন্য সারা বিশ্বের মন জয় করেছেন অনাহিতা।

2 / 9
লাদাখের সাংসদ একবার অনাহিতার একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

লাদাখের সাংসদ একবার অনাহিতার একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

3 / 9
ইরানের ইসফাহানের বাসিন্দা অনাহিতা হাশেমজাদে।

ইরানের ইসফাহানের বাসিন্দা অনাহিতা হাশেমজাদে।

4 / 9
তাঁর বয়স মোটে ৪। ২০১৬ সালের ১০ জানুয়ারি তাঁর জন্ম হয়।

তাঁর বয়স মোটে ৪। ২০১৬ সালের ১০ জানুয়ারি তাঁর জন্ম হয়।

5 / 9
অনাহিতার ইনস্টাগ্রামে রয়েছে ৬,৩৫,০০০ ফলোয়ার। অ্যাকাউন্টে ছবি আপলোড করেন তার মা।

অনাহিতার ইনস্টাগ্রামে রয়েছে ৬,৩৫,০০০ ফলোয়ার। অ্যাকাউন্টে ছবি আপলোড করেন তার মা।

6 / 9
প্রতিনিয়ত তার মা ছবি পোস্ট করেন। মুহূর্তের মধ্যে তাতে হাজার হাজার লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।

প্রতিনিয়ত তার মা ছবি পোস্ট করেন। মুহূর্তের মধ্যে তাতে হাজার হাজার লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।

7 / 9
ইনস্টাগ্রামে অনাহিতার বায়োতে লেখা, 'বেবি মডেল'।

ইনস্টাগ্রামে অনাহিতার বায়োতে লেখা, 'বেবি মডেল'।

8 / 9
নেটিজেনরা তাঁকে 'প্রীতি জিন্টার ছোটবেলা' বলেছেন।

নেটিজেনরা তাঁকে 'প্রীতি জিন্টার ছোটবেলা' বলেছেন।

9 / 9
পৃথিবীর অন্যতম সেরা কিউট বাচ্চাদের তালিকায় অনাহিতা।

পৃথিবীর অন্যতম সেরা কিউট বাচ্চাদের তালিকায় অনাহিতা।

Next Photo Gallery
ছবিতে দেখুন: এই ফুলের চা তৈরি করে পান করুন এবং রোগমুক্ত জীবন কাটান!
ম্যুরালে রাঙা ভূগর্ভ: নিউটাউনের বিশ্ববাংলা গেটের নিচের ভূগর্ভস্থ পথ সাজিয়ে তুলছেন একদল শিল্পী