Floating Market: এই জায়গা গুলিতে জলেই হয় বিক্রয়-বাট্টা; দেখুন ছবিতে!
TV9 Bangla Digital | Edited By: megha
Oct 06, 2021 | 2:04 PM
নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে অনেক মানুষই। তবে পৃথিবীর এমনও অনেক জায়গা রয়েছে যেখানে ক্রয়-বিক্রয়ের সমগ্র প্রক্রিয়ায়ই চলে জলতে, অর্থাৎ ভাসমান বাজার। দেখে নিন পৃথিবীর কোথায় কোথায় এই ভাসমান বাজার জনপ্রিয়! এর মধ্যে অনেক জায়গায় ভাসমান বাজারের টানেই পর্যটকরাও ছুটে যায়।
Ad
1 / 6
সাদুয়ক ফ্লোটিং মার্কেট, থাইল্যান্ডের রাতচাবুরিতে অবস্থিত।
2 / 6
লোক বেইনতান ভাসমান বাজার, ইন্দোনেশিয়ার বানজারমাসিনতে রয়েছে।
3 / 6
ডাল লেক ভাসমান বাজার, ভারতের শ্রীনগরের অবস্থিত।
4 / 6
সোলোমন দ্বীপপুঞ্জের ভাসমান বাজার
5 / 6
ভিয়েতনামের জনপ্রিয় ভাসমান বাজার হল ডেল্টা
6 / 6
ইনলে লেক ভাসমান বাজার যা মায়নামারের নিয়াউংশওয়ে অবস্থিত।