Alica Schmidt: দলকে ইউরো ফাইনালে তুললেন বিশ্বের সেরা সুন্দরী অ্যাথলিট

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার রিলে ফাইনালে উঠতে দলকে সাহায্য করলেন বিশ্বের সেক্সিয়েস্ট অ্যাথলিট অ্যালিকা স্কেমিট।

| Edited By: তিথিমালা মাজী

Aug 20, 2022 | 9:30 AM

1 / 5
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার রিলে ফাইনালে উঠতে দলকে সাহায্য করলেন বিশ্বের সেক্সিয়েস্ট অ্যাথলিট অ্যালিকা স্কেমিট।(ছবি:টুইটার)

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার রিলে ফাইনালে উঠতে দলকে সাহায্য করলেন বিশ্বের সেক্সিয়েস্ট অ্যাথলিট অ্যালিকা স্কেমিট।(ছবি:টুইটার)

2 / 5
৪০০ মিটার সেমিফাইনালে হারের যন্ত্রণা ভুলে জার্মান রিলে টিমকে ইউরো ফাইনালে তুলতে বড় ভূমিকা নিলেন অ্যালিকা।

৪০০ মিটার সেমিফাইনালে হারের যন্ত্রণা ভুলে জার্মান রিলে টিমকে ইউরো ফাইনালে তুলতে বড় ভূমিকা নিলেন অ্যালিকা।

3 / 5
২৩ বছরের অ্য়ালিকা জনপ্রিয় অ্যাথলিটের পাশাপাশি একজন মডেলও। দুটো দিকেই সমান মনোযোগী তিনি।

২৩ বছরের অ্য়ালিকা জনপ্রিয় অ্যাথলিটের পাশাপাশি একজন মডেলও। দুটো দিকেই সমান মনোযোগী তিনি।

4 / 5
মিউনিখে চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ঘরের সমর্থকদের সামনে টিমকে ফাইনালে তুলে আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন স্কেমিট।

মিউনিখে চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ঘরের সমর্থকদের সামনে টিমকে ফাইনালে তুলে আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন স্কেমিট।

5 / 5
ফাইনালে স্কেমিটদের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন।

ফাইনালে স্কেমিটদের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন।