Alica Schmidt: প্যারিস অলিম্পিকে পাখির চোখ বিশ্বের সেরা সুন্দরী অ্যাথলিট অ্যালিকার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 24, 2022 | 6:45 AM

বিশ্বের সেরা সুন্দরী অ্যাথলিট অ্যালিকা স্কেমিট। তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ৩.৩ মিলিয়ন। অ্যালিকার রূপের ছটায় মুগ্ধ তাঁর ভক্তরা। যদিও জার্মান ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা অ্যালিকার পাখির চোখ ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে।

1 / 5
বিশ্বের সেরা সুন্দরী অ্যাথলিট অ্যালিকা স্কেমিট (Alica Schmidt)। তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ৩.৩ মিলিয়ন। অ্যালিকার রূপের ছটায় মুগ্ধ তাঁর ভক্তরা। যদিও জার্মান ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা অ্যালিকার পাখির চোখ ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে। (ছবি-অ্যালিকা স্কেমিট ইন্সটাগ্রাম)

বিশ্বের সেরা সুন্দরী অ্যাথলিট অ্যালিকা স্কেমিট (Alica Schmidt)। তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ৩.৩ মিলিয়ন। অ্যালিকার রূপের ছটায় মুগ্ধ তাঁর ভক্তরা। যদিও জার্মান ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা অ্যালিকার পাখির চোখ ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে। (ছবি-অ্যালিকা স্কেমিট ইন্সটাগ্রাম)

2 / 5
ট্র্যাকের পাশাপাশি ফ্যাশন দুনিয়ায়, মডেলিংয়ে অ্যালিকা স্কেমিট দারুণ ছাপ ফেলেছেন। রূপের কারণে অ্যালিকা যতই শিরোনামে আসুন না কেন, তিনি চান ট্র্যাকে গতি দিয়ে নিজের পরিচিতির আরও বিস্তার করতে। (ছবি-অ্যালিকা স্কেমিট ইন্সটাগ্রাম)

ট্র্যাকের পাশাপাশি ফ্যাশন দুনিয়ায়, মডেলিংয়ে অ্যালিকা স্কেমিট দারুণ ছাপ ফেলেছেন। রূপের কারণে অ্যালিকা যতই শিরোনামে আসুন না কেন, তিনি চান ট্র্যাকে গতি দিয়ে নিজের পরিচিতির আরও বিস্তার করতে। (ছবি-অ্যালিকা স্কেমিট ইন্সটাগ্রাম)

3 / 5
চলতি বছরের অগস্টে মিউনিখে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার রিলে ফাইনালে উঠতে দলকে সাহায্য করেছিলেন বিশ্বের সেক্সিয়েস্ট অ্যাথলিট অ্যালিকা স্কেমিট। যদিও শেষ অবধি তাঁর দল চ্যাম্পিয়ন হয়নি। (ছবি-অ্যালিকা স্কেমিট ইন্সটাগ্রাম)

চলতি বছরের অগস্টে মিউনিখে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার রিলে ফাইনালে উঠতে দলকে সাহায্য করেছিলেন বিশ্বের সেক্সিয়েস্ট অ্যাথলিট অ্যালিকা স্কেমিট। যদিও শেষ অবধি তাঁর দল চ্যাম্পিয়ন হয়নি। (ছবি-অ্যালিকা স্কেমিট ইন্সটাগ্রাম)

4 / 5
টোকিও অলিম্পিকের সময় টোকিওতে হাজির ছিলেন অ্যালিকা। কিন্তু সে বার তিনি মেগা ইভেন্টে অংশ নিতে পারেননি। তবে তিনি জানান, সেখান থেকে অনেক কিছু তিনি শিখেছেন। তাঁর যাবতীয় ফোকাস ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে। (ছবি-অ্যালিকা স্কেমিট ইন্সটাগ্রাম)

টোকিও অলিম্পিকের সময় টোকিওতে হাজির ছিলেন অ্যালিকা। কিন্তু সে বার তিনি মেগা ইভেন্টে অংশ নিতে পারেননি। তবে তিনি জানান, সেখান থেকে অনেক কিছু তিনি শিখেছেন। তাঁর যাবতীয় ফোকাস ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে। (ছবি-অ্যালিকা স্কেমিট ইন্সটাগ্রাম)

5 / 5
ট্র্যাকে ফোকাস করার পাশাপাশি অ্যালিকা নিজের পড়াশোনাতেও মন দিতে চান। এমনটাই জানিয়েছেন বিশ্বের সেক্সি অ্যাথলিট। (ছবি-অ্যালিকা স্কেমিট ইন্সটাগ্রাম)

ট্র্যাকে ফোকাস করার পাশাপাশি অ্যালিকা নিজের পড়াশোনাতেও মন দিতে চান। এমনটাই জানিয়েছেন বিশ্বের সেক্সি অ্যাথলিট। (ছবি-অ্যালিকা স্কেমিট ইন্সটাগ্রাম)

Next Photo Gallery