
যখনই সুযোগ পাবেন তখন একবার অনন্ত এই জায়গাগুলিতে ঘুরে আসতে পারেন। আর সেই জায়গাগুলি কোথায় কোথায় অবস্থিত, তা জেনে নিন সংক্ষেপে...

গিথোর্ন, নেদারল্যান্ডস- বিশ্বের অন্যতম ক্ষুদ্র এই শহরে যাওয়ার কোনও রাস্তা নেই। রয়েছে একটি ছোট খাল। লিটল ভেনিস বলে পরিচিত এই জায়গাটি শান্ত ও নিরিবিলি। যদি কেউ এই শহরে কেউ জোড়ে হাঁকডাক করে, তা হল বেশ কয়েকটি রাজহাঁস।

নাগোরা, জাপান- শিকোকুরের হিডেন ভ্যালি এটি। মানচিত্র একটি বিন্দুর মতো দেখতে লাগে। এখানে একজন দক্ষ পুতুল নির্মাতা আয়ানো সুকিমি থাকতেন। গ্রাম থেকে যখন সকলেই চলে যেতে শুরু করে, তখন তিনি জীবন্ত দেখতে সব পুতুল তৈরি করে জনবহুল করার চেষ্টা করেছিলেন।

কিহনু দ্বীপ, এস্তোনিয়া- এটি বিশ্বের শেষ মাতৃতান্ত্রিক সমাজগুলির মধ্যে একটি। বাল্টিক সাগরের একটি ছোট দ্বীপে অবস্থিত। এই দ্বীপের ৬০০ বাসিন্দাদের মধ্যে প্রায় সকলেই মহিলা। কারণ পেশায় ধীবর স্বামীরা সমু্দ্রে মাছ ধরতে গেলে দ্বীপ ও সন্তানদের দেখভাল করেন স্ত্রীরাই।

শনি শিংনাপুর, ভারত- এটি একটি অদ্ভুত ভারতীয় গ্রাম, যেখানে বাড়ির সামনের দরজা নেই, চাবি নেই, তালা নেই, তবুও এখানে সবাই নিরাপদ বোধ করে। কারণ হল এখানকার গ্রামবাসীরা বিশ্বাস করেন যে শনির দেবতা ভগবান শনি গ্রামের অভিভাবক, যিনি চুরি করতে সাহস করেন তাকে শাস্তি দেবেন। এমনকি ব্যাঙ্কেও তালা দেওয়া হয় না!

সান্তা ক্রুজ দেল ইসলোট, কলম্বিয়া- বিশ্বের সবচেয়ে জনাকীর্ণ দ্বীপ হিসাবে উল্লেখ করা হয় এটিকে। এই দ্বীপে প্রায় ১২০০ জন বাসিন্দা বাস করেন। এখানে হাসপাতাল, নর্দমা ব্যবস্থা, পুলিশ বা বিদ্যুৎ নেই। এখানে কোন সহিংসতা, অপরাধ বা কুসংস্কার নেই।